অনেক নোট বাতিল হয়েছে , এবার আপনাকে বাতিল করা হবে , পুরুলিয়ার সভা থেকে মোদিকে তোপ অভিষেকের

মে ২৫, ২০২৩ রাত ০৯:০৩ IST
646f6e30b1315_IMG-20230525-WA0006

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - মানুষের নিরাপত্তাতে জোর দিয়ে পুরুলিয়ায় মানুষের মন জয় করে নিলেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়ায় তৃণমূলের জনজোয়ার কর্মসূচিতে এসে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি যখন স্টেজে উঠছেন সে সময় আকাশ কালো মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গেছে ঝড়। তাই দেখে অভিষেক তার নিরাপত্তা রক্ষীদের বললেন সামনের ডি ব্লকের ঘেরাটোপ খুলে দিতে।

এদিন ঝড় মাথায় তিনি বললেন,'আমার নিরাপত্তা আগে নয়, মানুষের নিরাপত্তাই আগে। সবাইকে বললেন প্যান্ডেলের ভিতরে ঢুকে যেতে। জনসভায় আসা মানুষকে বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মানুষের কথাই আগে ভাবে। মঞ্চে সে কথা বললেনও তিনি। এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে চারিদিকে অভিষেকের জয়ের ধ্বনি ওঠে।

পুরুলিয়ার এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন , প্রত্যেকটি জেলায় যেভাবে মানুষ রাস্তায় বেরিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে আশীর্বাদ করছে এই মানুষের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যাব। সেই সঙ্গে বক্তব্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন," অনেক হয়েছে নোট বন্দি ভোট বন্দি। আর নয়, এবার যদি লাইনে দাঁড়াতে হয় তাহলে প্রধানমন্ত্রী বদলানোর জন্যই লাইনে দাঁড়ান"।

এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জনসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন , আপনাদের জেলাতে বিজেপির ৬ জন বিধায়ক আছে একজন সাংসদ রয়েছেন বলতে পারবেন কোথাও কোনদিন মানুষের জন্য কিছু করেছে। এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বিজেপি সরকার দেয়নি। এই অবস্থায় আমাদের হাতে তিনটি উপায় রয়েছে। এক-হাতজোড় করে সৌজন্য দেখিয়ে আমাদের টাকা ফিরিয়ে দাও। দুই- এদের কাছে গিয়ে দিল্লিতে পায়ে পরে টাকা নিতে হবে। আর তিন-বাংলা থেকে মানুষকে সম্মিলিত হয়ে দিল্লিতে নিয়ে গিয়ে টাকা ছিনিয়ে নিয়ে আসতে হবে আপনারাই বলুন কোনটাতে আপনারা যেতে রাজি।

সভায় মানুষের উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া মাত্রই সকলে এক সঙ্গে বলে ওঠেন তিন নম্বরটাই আমাদের করতে হবে। অভিষেক ব্যানার্জি বলেন, অনেক সৌজন্য দেখেছি আমরা ১২ লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে এরা। ৬ লক্ষ চিঠি আপনার আমার হাতে তুলে দিন দু লক্ষ মানুষ আমার সঙ্গে দিল্লি গেলে আন্দোলনে গিয়ে টাকা নিয়ে আসব। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শেষ হলেই আন্দোলন করা হবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবো আমরা দিল্লিতে। প্রধানমন্ত্রী কি ভেবেছেন হাতে রিমোট থাকলে টাকা বন্ধ করে দেবে আসল ভোটের বোতাম আপনাদের হাতে।

এবার এমন ভোট দিন তার হাতে কোন রিমোটে থাকবে না। কোন শিষ্টাচার নেই এদের মধ্যে আজ নতুন সংসদ ভবন বিল্ডিং উদ্বোধন সেখানে দেশের প্রধান রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় নি। এমনকি কার্ডে তার নামও শুদ্ধ লেখা হয়নি। আসলে এসটি প্রতিনিধি বলে ডাকা হয়নি। উনি ভাবছেন রাষ্ট্রপতিকে অপমান করবে আমরা কোনমতে হতে দেব না।

আপনাদের জেলায় বিজেপি সাংসদ রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বলতে পারবে কিছু কাজ করেছে একটা চিঠিও পর্যন্ত দেয়নি দেখাতে পারবে। সংসদে আপনাদের জন্য কি বলেছে দেখাতে পারবেন। একদিকে লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রী এক হাজার টাকা করে দিচ্ছে অন্যদিকে মোদি লিংকের নাম করে এক হাজার টাকা করে নিয়ে নিচ্ছে। আমাদের সরকার মানবিক বিজেপি সরকার দানবিক এই থেকেই প্রমাণ। ইডি সি বি আই এর ভয় দেখিয়ে নবজোয়ার কর্মসূচিকে বন্ধ করতে চাইছে, মানুষের আবেগ ও ভিড় দেখে সহ্য করতে পারছে না। গতবার লোকসভা ভোটের আগে রামের নামে ভোট নিয়েছিল কিন্তু এবার আর নয় আর ধর্মের নামে ভোট নয়। 

এবার নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দিবেন। কে মানুষের কথা ভাবে কারা মানুষের জন্য কাজ করে সেটা আমার কথা শুনে নয় চোখে দেখে ভোট দিন। বিজেপিকে হারালে আপনি অধিকার পাবেন। আর জেতালে আপনি অধিকার হারাবেন। বিজেপিকে জিতিয়েছেন ৫০০ টাকার গ্যাস এখন পেনাল্টি দিয়ে বারোশো টাকায় কিনতে হচ্ছে।

একইভাবে কেরোসিন, পেট্রোল প্রতিটি ক্ষেত্রেই দিতে হচ্ছে পেনাল্টি। তাই আর বিজেপিকে ভোট নয়। আর প্ল্যানটিও নয় ওদের একেবারে গোল করে দিন। হুটমুড়ায় জনসভা শেষে তিনি লালপুর হয়ে পুঞ্চায় রোড শো করেন। প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে হাজার হাজার মানুষ জমায়েত হয় রোড শোতে। একইসঙ্গে  রাস্তায় দুই প্রান্তেই অভিষেককে দেখতে মহিলা পুরুষদের ভিড় দেখা যায়। রাস্তার দুপাশে তিল ধরানোর জায়গা ছিল না।

গতকাল রাতে পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে অধিবেশন কুড়মিদের সঙ্গে সহযোগিতারই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানখর্জি।বুধবার রাতে পুরুলিয়া শহর লাগোয়া শিমূলিয়া ময়দানে দলের নবজোয়ার কর্মসূচির অধিবেশনে এমন বার্তা দেন তিনি। এদিন দলীয় কর্মীদের তিনি বলেন ,মেদিনীপুরের এক তৃণমূল নেতা কুড়মিদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেজন্য মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একইভাবে কুড়মিদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর জন্য কি প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন? অভিষেক বলেন, জঙ্গলমহলে বাঁকুড়া এলাকায় তিনি কুড়মি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। সকলের আন্দোলন করার অধিকার আছে। তবে অন্যের অধিকার খর্ব করে নয়। রাস্তায় যদি কেউ তাকে স্মারকলিপি দিতে চায় তিনি অবশ্যই তা নেবেন।

কুড়মিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,'আপনারা মানুষের কাছে গিয়ে বলুন কেন্দ্র কিভাবে তাদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কোনরকম নিজেদের মধ্যে বিরোধ না করে সমস্ত রকমের ব্যক্তিগত ঈসা বিবাদকে মিটিয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে পঞ্চায়েত ও জেলা পরিষদ এমনকি লোকসভা ভোটে ভালো ফল করার জন্য তৈরি হন'।

বিজ্ঞাপন 

আরও পড়ুন

নাটকীয় আইপিএল ফাইনালে শেষ বলে রুদ্ধশ্বাস জয় চেন্নাইয়ের, পঞ্চমবার চ্যাম্পিয়ান ধোনি বাহিনী
মে ৩০, ২০২৩

গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)

তারা তারিণী শক্তিপীঠ,৫১ সতীপীঠ, পর্ব - ৩৯
মে ৩০, ২০২৩

এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল 

আইপিএল ফাইনাল, বৃষ্টি থেমেছে, কমল ওভার, ম্যাচ শুরু ১২.১০ মিনিটে
মে ২৯, ২০২৩

১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের

রাশিফল, মঙ্গলবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০, ৩০শে মে, ২০২৩
মে ৩০, ২০২৩

একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন

বিশ্বাস এখন মীরজাফর হয়ে গেছে , বাইরনকে তোপ সুকান্তর
মে ২৯, ২০২৩

বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর

হ্যান্ড ক্রাফট পর্ব ২, কাদামাটির কানের দুল
মে ৩০, ২০২৩

নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না

প্রতিরক্ষা সংস্থায় বিল্ডিং ওয়ার্কার পদে চাকরির সুযোগ
মে ২৯, ২০২৩

অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে

আইপিএল ফাইনাল, ফের বৃষ্টির ভ্রুকুটি, আপাতত ম্যাচ স্থগিত
মে ২৯, ২০২৩

৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়

গোলাপের পাপড়ির দিয়ে তৈরি করুন ময়েশ্চারাইজিং স্ক্রাব
মে ৩০, ২০২৩

এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা

আজকের ইতিহাস - ৩০.০৫.২০২৩
মে ৩০, ২০২৩

দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি

নোনতা কেক ঙ্খেতে চাইলে বানিয়ে নিন ইলিশের ডিমের কেক
মে ৩০, ২০২৩

এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয় 

আমলকী দিয়ে বানাতে পারেন ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধ
মে ৩০, ২০২৩

ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়

আজকের রুপোর দাম ২৯শে মে সোমবার ২০২৩
মে ২৯, ২০২৩

ফের রুপোর দাম অপরিবর্তিত    

আজকের সোনার দাম ২৯শে মে সোমবার ২০২৩
মে ২৯, ২০২৩

ফের সোনার দাম অপরিবর্তিত      

দিল্লির রাস্তায় নাবালিকার শরীরে ২০ বার কোপ প্রেমিকের, পাথর দিয়ে থেঁতলে দিল মাথা, গ্রেফতার অভিযুক্ত
মে ২৯, ২০২৩

সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক

ভিডিয়ো