নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আমেরিকান ইউটিউবার মার্ক রবারের সহযোগিতায় কলকাতা পুলিশ সম্প্রতি একটি জাল কল সেন্টার বন্ধ করে দিয়েছে। এই কল সেন্টারটি ইউরোপ এবং আমেরিকার অবসরপ্রাপ্ত ১৫ জন মতো বৃদ্ধ-বৃদ্ধাদের কথায় জালে ফাঁসিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করেছিল।
মার্ক রবারের ভিডিওতে দেখা গেছে তিনি কীভাবে শ'খানেক আরশোলা-ইঁদুর আর স্মোক বোমার সঙ্গে উগ্র গন্ধ ব্যবহার করে হাজারখানেক কর্মীকে উত্যক্ত করে কলকাতার ভুয়ো কল সেন্টারটি বন্ধ করেছিলেন।
এই কোম্পানিটি প্রায় ২০১০ সাল থেকে কাজ করছে। এখানে এক হাজারেরও বেশি কর্মী নিয়োগ রয়েছে। এদের কাজ হলো কল সেন্টারের পেছনে মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা। মার্ক রবারের মতে কলকাতায় এরকম কল সেন্টার অনেক আছে। আর মার্ক রবারের দল দায়িত্ব নিয়ে এরকম অনেক কল সেন্টার বন্ধও করে দিয়েছে। কিন্তু মার্ক রবারের অভিযোগ কলকাতা পুলিশকে প্রথমে জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি।
বছর বিয়াল্লিশের মার্ক রবার তার ট্যুইটার হ্যান্ডেলে নিয়ে লিখেছেন,'এক বছরেরও বেশি সময় ধরে অ্যাকটিভ ছিল এই সমস্ত কলসেন্টারগুলি। এমন অনেক কল সেন্টারের মধ্যে মাত্র চারটি কল সেন্টারের তথ্য ফাঁস করেছেন তিনি। চতুর্থ কল সেন্টারের ব্যাপারে তথ্য যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। পরে পুলিশ রেড করে বন্ধ করে দেয় কল সেন্টারটিকে। ঘটনায় ১৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে'।
এপ্রসঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে, 'তদন্ত প্রক্রিয়াধীন থাকাকালীন অফিসের কর্মচারীদের কাছ থেকে তাদের ফোন, ল্যাপটপ, ব্যাঙ্কের পাসবুক এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এই অভিযানকে 'আন্তর্জাতিক ভুয়া কল সেন্টার র্যাকেট' বলে অভিহিত করেছে। পুলিশ এখন অফিসের চেয়ারম্যানকে খুঁজছে'।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উৎসাহ প্রকাশ প্রধানমন্ত্রীর
সুযোগ পেলেন উমরান-অর্শদীপ
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হায়দারাবাদ অধিনায়ক
বিজেপি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে না , করলে ২০০ জন কর্মী খুন হতো না , অর্জুনকে পাল্টা দিলেন দিলীপ
প্রায় ১২ কিলোমিটার হয় এই ম্যারাথন দৌড়
রাজ্যগুলির সামনে কুয়ো পিছনে খাদ, বিস্ফোরক প্রবীন কংগ্রেস নেতা
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ফের নিম্নমুখী রুপোর দাম
লিয়ন - ৩
বার্সেলোনা - ১
ফেসবুকের মাধ্যমে এসি ঘরে বসে রাজনীতি করা যায় না , বাংলার মানুষের সঙ্গেও থাকতে হয় - অর্জুন
অনেকেই মনে করছেন ঋষভের কিছু ভুলেই ম্যাচ হেরেছে দিল্লি
ডুপ্লেসি ম্যাচের দিন সকালে জয়ের বার্তা পাঠিয়েছিলেন ডেভিডকে
মধ্যরাতে সুহানাকে শুভেচ্ছা গৌরীর , সুহানার জন্মদিনে মাতোয়ারা বান্ধবী অনন্যাও
১৫০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন এই বঙ্গ তনয়া
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ