নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একেরপর এক বিস্ফোরণ কান্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে বিপাকে তৃণমূল। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠলো মুর্শিদাবাদ। গতকাল রাতেই বোমাবাজি করে খুন করা হয়েছিল বড়ঞার তৃণমূল কর্মী আমির শেখকে। রাতভর তল্লাশির পর এবার সেই মামলায় ২ তৃণমূল কর্মী সফিরুল ও বীরজ আলমকে গ্রেফতার করলো পুলিশ। সঙ্গে গ্রাম থেকে উদ্ধার হয়েছে তাজা ২০ টি বোমা। এখনো পর্যন্ত গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বোমা।
সূত্রের খবর , এই লড়াই মূলত এলাকা দখলকে কেন্দ্র করে। গত কয়েক মাস ধরেই বড়ঞার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত প্রধান বনাম অঞ্চল সভাপতি কাজল শেখের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এই নিয়ে গত কয়েকদিন আগে একটি বৈঠকও হয়েছিল। তারপর থেকে পাপড়দা গ্রামে শুরু হয় বোমা মজুদ। সেখবর পুলিশের কাছেও ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সকাল থেকেই গ্রামে পুলিশ নজরদারি শুরু করে। কিন্তু সন্ধে নামতেই শুরু হয় মুহুর্মুহু বোমাবাজি।
প্রথমে পুলিশ অল্প সংখ্যায় থাকায় তারা গ্রাম ছেড়ে যায় , কিন্তু পরিমুহূর্তেই কান্দি সহ মোট ৪টি থানা থেকে বিরাট বাহিনী সহ র্যাফ নিয়ে গ্রামে ঢোকে পুলিশ। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। তবে সকাল হলেই এখনো গ্রামের একাধিক জায়গায় পরে রয়েছে তাজা বোমা। সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে এই রক্তক্ষয়ী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তীব্র অস্বস্তিতে পরেছে তৃণমূল।
প্রসঙ্গত , একলা দখলকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের বড়ঞার বিপ্রশেখর গ্রাম। গতকাল রাতে মসজিদ থেকে নামাজ পরে ফেরার সময় পাপড়দা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যর আত্মীয় আমির শেখকে লক্ষ্য করে একেরপর এক বোমা ছোড়া হয়। বোমাবাজি করার অভিযোগ ওঠে স্থানীয় অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে।
বোমার আঘাতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী আমির শেখের। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা গ্রাম। পুলিশ গ্রামে গিয়ে আমিরের মৃতদেহ উদ্ধার করতে গেলে শুরু হয় তীব্র সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় তৃণমূলের এক গোষ্ঠীর। প্রথমে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হলেও কিছুক্ষণের মধ্যে বিরাট বাহিনী নিয়ে গোটা গ্রামের দখল নেয় পুলিশ।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে