নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – ভালো একজন শিক্ষক হিসেবে তাঁর সুনাম যথেষ্ট। ১২ বছরেরও বেশি সময় ইকোনমিকস এবং কমার্স পড়াচ্ছেন কানপুরের শিক্ষক অমিত কুমার নিরঞ্জন। এবার তাঁর কৃতিত্বের মুল্যায়ন করতে হবে একটু আলাদাভাবে।
জানা গিয়েছে, অমিত তার প্রথম UGC-NET-JRF পরীক্ষা দিয়েছিলেন ২০১০ সালে কমার্স নিয়ে। সেই পরীক্ষায় সাফল্যের পর ওই বছরেই তিনি ইকোনমিকস নিয়ে UGC-NET পরীক্ষা দেন এবং সসম্মানে উত্তীর্ণ হন। এরপরে চলতে থাকে তাঁর পরীক্ষায় বসা এবং সফল হওয়ার জয়যাত্রা। ২০১২ সালে ম্যানেজমেন্ট, ২০১৫ সালে এডুকেশন, ২০১৯ সালে পলিটিক্যাল সায়েন্স এবং ২০২০ সালে সোসিওলজি - এই হল অমিতের ছয় UGC-NET পরীক্ষা পাসের বিষয় এবং সাফল্যের পরিসংখ্যান। তবে তাঁর প্রতিভা শুধু এই পরীক্ষা পাস করাতেই সীমিত নয়, ২০১৫ সালে IIT-কানপুর থেকে তিনি ইকোনমিকসে তাঁর PHD ডিগ্রির কাজও শেষ করেছেন।
৩৭ বছরের এই শিক্ষকের নাম এই বিরল কৃতিত্বের জন্য উঠে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তবে এই সম্মান অমিতের কাছে একটা বাড়তি পাওনা ছাড়া আর কিছু নয়। তিনি জানিয়েছেন যে, তাঁর এই অধ্যয়ন রেকর্ড গড়ার লক্ষ্যে নয়, বরং সমাজ গড়ার লক্ষ্যে। তাই ভবিষ্যতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।