নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - মঙ্গলবার ফের উত্তরবঙ্গে প্রচারে অমিত শাহ। দার্জিলিং, নাগরাকাটায় জনসভা করবেন তিনি। এরপর ইসলামপুরে রোড শো আছে তাঁর। বিকেলে বিধাননগর, বরানগর ও দমদমে প্রচারসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।