নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - রবিবার দুপুরে বিষ্ণুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে লাইটহাউজ মোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তালডাংড়া থানার উপরসোল গ্রামের বাসিন্দা মাখন মুর্মু (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। এই ঘটনায় তাঁর স্ত্রী ময়না মুর্মু গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যার জেরে দুর্ঘটনার পর স্থানীয়রা পথ নিরাপত্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে বলে জানা গেছে। তবে চালক এখনও পলাতক।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।