পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের

এপ্রিল ০৪, ২০২১ বিকাল ০৬:৫৬ IST
6069a44a75060_IMG-20210404-WA0023

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া -  রবিবার দুপুরে বিষ্ণুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে লাইটহাউজ মোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তালডাংড়া থানার উপরসোল গ্রামের বাসিন্দা মাখন মুর্মু (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। এই ঘটনায় তাঁর স্ত্রী ময়না মুর্মু গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যার জেরে দুর্ঘটনার পর স্থানীয়রা পথ নিরাপত্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। 

পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে বলে জানা গেছে। তবে চালক এখনও পলাতক।  

ভিডিয়ো

Kitchen accessories online