'ক্ষতিপূরণ চাই না, ছেলের মৃত্যুর বিচার চাই', দাবি মৃত আনন্দ বর্মনের বাবার

এপ্রিল ১৪, ২০২১ রাত ০১:০৩ IST

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার -  শীতলকুচি কাণ্ডের শোক এখনও তাজা। এই পরিস্থিতিতে আনন্দ বর্মনের পরিবারের কাছে অজ্ঞাত পরিচয় ফোনের মাধ্যমে মৃত্যু মামলা তুলে নেওয়ার হুমকি আসছে। মামলা না তুলে নেওয়া হলে, বোমা মারার হুমকিও দেওয়া হচ্ছে সেই বেনামি ফোনে।

মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এসে আনন্দ বর্মনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, "তৃণমূল শিবির চাকরি এবং টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমরা তৃণমূলের কাছ থেকে কোনো সুবিধা চাইনা। ছেলের হত্যাকারীদের শাস্তি চাই।" 

কোচবিহার বিজেপি জেলা সভাপতি মালতি রাভা রায় শাসকদলকে কটাক্ষ করে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বুধবার শীতলকুচি আসছেন। উনি এলে আবার অশান্তি হবে। আমরা চাই শীতলকুচিকে শান্ত রাখতে চাইলে উনি নাই আসুন।”

ভিডিয়ো