নিজস্ব প্রতিনিধি , হাওড়া - গত ১৮ ই ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মৃত্যু হয় আমতার ছাত্রনেতা আনিস খানের। আনিসের মৃত্যুর পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে চলেছে রাজ্য রাজনীতি। হয়ে চলেছে একের পর এক বিক্ষোভ মিছিল তথা জনসভা।
মঙ্গলবার বিকেলেও আনিস হত্যার প্রতিবাদ জানিয়ে হাওড়ার পানিয়ারা এলাকার ডিএন মার্কেটের জয়পুর মোড়ে একটি জনসভা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে প্রতিবাদ জানালেন রামপুরহাট হত্যাকান্ডেরও।
এই জনসভা থেকে সেলিম রাজ্য তথা কেন্দ্র সরকারের দিকে ছুঁড়ে দিলেন একাধিক অভিযোগ। কঠোর ভাষার বান ছুঁড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, বললেন, "আনিসের হত্যার তদন্তে সিট গঠন করে মুখ্যমন্ত্রীর নিজের মাথায়ই ছিট হয়ে গেছে।"
এদিন মহম্মদ সেলিমের পনিয়ারা মোড়ে জনসভা করার কথা থাকলেও জেলা প্রশাসনের তরফে অনুমতি না পাওয়ায় পানিয়ারা থেকে ভিতরে ডিএন মার্কেটের জয়পুর মোড়ে এই জনসভা হয়। জনসভার পর সেলিমের নেতৃত্বে নানা দাবির মিছিল চলে আমতা মোড় অবধি।
আজ এই জনসভায় সেলিম বলেন, "আনিসের হত্যার তদন্তে সিট গঠন করে মুখ্যমন্ত্রীর নিজের মাথাতেই ছিট তৈরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ধাপ্পাবাজি করে চলেছেন। পুলিশের হাতে একের পর এক খুন হচ্ছে , সে ছাত্রনেতা হোক, বা হোক কাউন্সিলর। রামপুরহাট হত্যাকান্ডের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। এটা কী ধরনের নৈরাজ্য।"
সঙ্গে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী যে বলেছিলেন খেলা হবে, সত্যিই খেলা হচ্ছে। যার দরুন আনিস, রামপুরহাটের মত গনহত্যা হয়ে চলেছে। দিল্লির মোদিজী ও বাংলার দিদির সেটিং রয়েছে, একজন বলেন আচ্ছে দিন আসছে, আরেকজন বলেন উন্নয়ন হচ্ছে। এরা দুজনই প্রতারক।"
বাম সম্পাদক আজ আনিসের বাড়ির মাটি হাতে নিয়ে শপথ নেন আনিস হত্যার বিচার তারা করবেনই। এছাড়াও, আনিসের সমাধিতে মালা পরিয়ে তার কবরের মাটি হাতে ধরে বলেন, হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপারিনটেনডেন্ট সৌম্য রায়ের অপসারণ চাই।
জনসভা ও মিছিল শেষে মহম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি এলে বলেন, "অন্যায়ের অবসান অবশ্যই ঘটাব। আনিসের খুনিদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সঙ্গে ঝালদা তথা পানিহাটির কাউন্সিলর হোক বা হোক রামপুরহাট হত্যাকান্ড সবার হত্যার বিচার চাই। সকল দোষীদের শাস্তি চাই। এবং দোষীদের জব্দ না করে আমি ক্ষ্যান্ত হবনা।"
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম