নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - বর্ষশেষের রাতে কলকাতায় যে হারে জনজোয়ার লক্ষ্য করা গিয়েছিল তাকে কেন্দ্র করে বছর শুরুতেই শাসক দলকে তুলোধোনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
শনিবার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পরে ওমিক্রন প্রসঙ্গে অধীর বলেন, অনন্দ পরবর্তীতে নিরানন্দে পরিণত না হয়। তাই গতকাল যে জনজোয়ার দেখা দিয়েছে সেটার পর যাতে এরকম ঘটনা না হলে তাই রাজ্য সরকার বিষয়টি কঠোর হতে সামলাতে হবে। তবে অবশ্যই বঙ্গবাসীকে সর্তকতা অবলম্বন করতে হবে। করোনাকে পরাজয় করতে সর্বপ্রথম দূরত্ব বিধি মেনে চলতে হবে।
অন্যদিকে প্রকাশ্যে আসা বাঘের প্রসঙ্গে অধীর বলে, যে হারে জঙ্গল কেটে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তাতে নিজের বাসস্থান হারাচ্ছেন জঙ্গলের জন্তুরা। এছাড়াও খাবারের খোঁজ করতে আসে। যথারীতি রাজ্য সরকার ও বনদপফতর কর্মীদের বিষয়টি আরও কঠোরভাবে দেখতে হবে।
শনিবার সাংবাদিক বৈঠকে দীর্ঘদিনের দূই দলীয় নেতাকে এক বিশেষ পদে মনোনীত করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছে মুর্শিদাবাদে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে দীর্ঘদিনের কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ এবং ভরতপুর দু'নম্বর ব্লকের সভাপতি হিসেবে জহিরুদ্দিন শেখকে স্থলাভিষেক করা হয়েছে।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড