নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এবার অস্কার মনোনয়নের দৌড়ে বাংলা ছবি!। প্রত্যয় সাহার শর্ট ফিল্ম সোনার খাঁচা: দ্য গোল্ডেন কেজের প্রিমিয়ার হতে চলেছে ক্যালিফোর্নিয়ায়। এটি নাকি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। বিগত বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও খেতাব জিতেছে সোনার খাঁচা। তবে অস্কারের মঞ্চে ভারতকে চিত্রিত করতে চলেছে বাংলা চলচ্চিত্র যা ভারত তথা বাংলার কাছে খুবই বড়ো ব্যপার।
ছবিটি ১৯৮৯ সালের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছবির বিষয়ে প্রত্যয় জানান, ‘আমার এক বন্ধু, ভিক্টর মুখোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হই এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ঠিক বিশ্বায়নের আগের কলকাতার গল্প বলে এই ছবি। যেখানে পুরনো বাড়িগুলো প্রোমোটারদের কাছে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল’। ইতি মধ্যেই এটি বহু দর্শকদের নজর কেড়েছে। অস্কার জয়ী গান নাটু নাটুর পর ফের ভারতের কাছে আরও একটি পুরস্কার জেতার সুযোগ এসেছে।
ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে অনশুলিকা কাপুর, শৌনক সেন বরাট ও দেবপ্রসাদ হালদারকে। সংগীত পরিচালনা করেছেন সঞ্জীব টি., যিনি এ. আর. রহমানের লিড গিটারিস্ট। শৌনক সেন বরাট এই ছবির কস্টিউম ডিজাইনারও। এই ছবিতে পুরনো বাড়ি থেকে শাড়ির পাড় বা খবরের কাগজ সব ধরনের ডিটেলে আটের দশককে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এরপর ১৯২৪ সালের কাকোরির ঘটনার প্রেক্ষিতে নাইনটিন টোয়েন্টি ফোর নামে একটি শর্ট ফিল্ম মুক্তি পাবে পরিচালকের। এছাড়াও চলছে ফিচার ফিল্মের প্রস্তুতিও।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে