অমৃতবাজার এক্সক্লুসিভ - বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।এই বিবাহ নিয়ে অনেকেরই অনেক স্বপ্ন থাকে।তবে এই বিবাহ উপলক্ষ্যে অনেকের অনেক খরচ হয়ে যায়। তাই সঠিক খরচে সব কিছু অ্যারেঞ্জ করতে হলে বিশেষ করে শপিং পুরো কমপ্লিট করতে হলে এই টিপসটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।তাই দেরি না করে দেখে নিন প্রতিবেদনটি।
১. শাড়ি - শাড়ি ছাড়া বাঙালি মেয়েদের বিয়ে পূর্ণ হবে না সেটা আমরা প্রায় সকলেই জানি।তবে এই বিয়ে উপলক্ষ্যে অনেক ভারী শাড়ি কিনে টাকা ব্যায় করা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে।কিছু মুল অনুষ্ঠান যেমন বিয়ের দিন সন্ধ্যাবেলা বা বৌভাতের রিসেপশনে যা পরলেন সেটা এবং আইবুড়ো ভাতের জন্য দামী শাড়ি কিনলেন বাকি অনুষ্ঠানের জন্য সাধারণ শাড়ি কিনলেন তবে আপনার শাড়ির পেছনে খরচটা কমে আসবে।
২.ব্লাউজ - অনুষ্ঠানে ভালো শাড়ি কিনবেন অথচ ব্লাউজ মানানসই না হলে পুরো লুক মাটি হয়ে যাবে।
তাই তিনটে মূল অনুষ্ঠানের শাড়ির জন্য ভালো ডিজাইনের ব্লাউজ বানাতে পারেন।তবে বাকি অনুষ্ঠানের জন্য অন্যান্য পোশাক পরলে ব্লাউজ বা শাড়ির চিন্তা থাকবে না।
৩. দৈনন্দিন জীবনে পোশাক - ভালো জামা কাপড়ের থেকে দৈনন্দিন জীবনের জন্য সালোয়ার কামিজ,জিনস-শার্ট না ফরমাল ওয়্যার কিনতে যেন ভুলবেন না।কারণ এই শাড়ি, ব্লাউজের থেকে যেগুলো দৈনন্দিন সেগুলো রোজ কাজে আসবে। তাছাড়া বিয়ের পরে হানিমুনের জন্যও এই পোশাকগুলো কাজে লাগাতে পারবেন।
৪.ম্যাচিং অ্যাকসেসরিজ - সোনা পরে সবসময় রাস্তায় চলাচল তো সম্ভব নয় তাছাড়া সম্ভব হলেও সেভ নয়।
তাই নিজেদের জুয়েলারী কালেকশনে ডোকরা, পুতি, রুপো বা জার্মান সিলভারের জুয়েলারী অবশ্যই রাখবেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।