নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি! যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। আর এর মধ্যেই ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কীভাবে নিয়োগ হল? শুধু তাই নয়, কীভাবে একসঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয় তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
নিয়োগের আগে ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার প্রথা রয়েছে। তার জন্য আলাদা নম্বর রয়েছে। কিন্তু ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগের আগে সেই পরীক্ষা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়, রাজ্যের কয়েকটি জেলা থেকে বেশ কয়েকজন প্রার্থীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় রয়েছে হুগলী, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ।
সোমবার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অ্যাপটিটিউড পরীক্ষা কী? সেই সম্পর্কে পর্ষদের তরফে একাধিক কথা বলা হয়েছে। কিন্তু ২০১৬ সালের অ্যাপটিটিউড পরীক্ষার নামে তিন-চারটে প্রশ্ন করেই ছেড়ে দেওয়া হয়েছে। এখানে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড পরীক্ষাকে এক করে দেখানো হয়েছে। অথচ দু'টো পরীক্ষায় আলাদা নম্বর রয়েছে।
২০১৬ সালের যারা অ্যাপটিটিউড পরীক্ষা নিয়েছেন , প্রতি জেলা থেকে এমন ১০ জন শিক্ষককে আদালতে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত সূত্রে জানা গেছে , ওই দিন রূদ্ধদ্বার এজলাসে হবে জিজ্ঞাসাবাদ। এজলাসে সংশ্লিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ থাকবেন না। যাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে, তাদের যাতায়াতের খরচ দেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা