নিজস্ব প্রতিনিধি , হুগলী - নিয়োগ দুর্নীতি কান্ডে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি খতিয়ে দেখতে তত্পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হুগলী জেলাতে এখনও পর্যন্ত প্রায় কুড়িটি বাড়ির হদিশ মিলেছে। আর এর মধ্যেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হালহকিকত জানতে শনিবার সকাল থেকে তৎপর হল ইডি।
শনিবার সকালে ইডির একটি দল ব্যান্ডেলের বাড়িতে যায়। অপর একটি দল যায় বলাগড়ের চাঁদরায় শান্তনুর রিসোর্টে।শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকেই এই রিসর্টে তালা। সেই তালা ভাঙতে না পেরে বড় বড় হাতুড়ি আনান গোয়েন্দারা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে রিসোর্টে ঢোকেন তদন্তকারীরা। সেখানে ঘরে ঘরে তল্লাশি জারি রয়েছে। ব্যান্ডেলের বালির মোড়ে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জীর নামে কয়েক বছর আগে তিরিশ লক্ষ টাকায় একটি দোতলা বাড়ি কেনা হয়। শনিবার সকালে ইডি আধিকারিকরা সেই বাড়িতেও হানা দেন। শান্তনু বেআইনি কাজকর্মের নথির খোঁজ পেতে এই বাড়িতেও জোরদার তল্লাশি চলছে।
বলাগড়ে ১০ বিঘা জমির উপর রিসর্ট তৈরি করে শান্তনু। মোটা টাকা বিনিয়োগ করেই যে এই ঝাঁ চকচকে রিসর্টটি তৈরি হয়েছে সে ব্যাপারে কোনও সংশয় নেই গোয়েন্দাদের। শনিবার সকাল দশটা নাগাদ এই রিসর্টে আসেন ইডির আধিকারিকরা। গেটের তালা ভেঙে রিসর্টে ঢোকেন তারা। এরপর ভিতরের ঘরগুলির একের পর এক তালা ভাঙেন তারা। সম্পত্তির পরিমাণ জানাতে এবং এই সংক্রান্ত অন্য নথির খোঁজে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি।
বলাগড় ও ব্যান্ডেলের পাশাপাশি ইডির একটি দল শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটেও হানা দেয়। সেখানেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে হুগলীর যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জী গ্রেফতার হতেই আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন তার বিপুল সম্পত্তির হদিস মেলে। নামে বেনামে থাকা একাধিক বাড়ি, ধাবা, রেস্তোরাঁ, হোম স্টে, বাগান বাড়ি, ফ্লাটের সন্ধান মিলেছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।