নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারংবার রোগী পরিষেবা নিয়ে অভিযোগে ফুটে উঠেছে আরজি কর হাসপাতালে। তবে এবারে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে এই হাসপাতাল শ্লীলতাহানির অভিযোগে। এক ২৫ বছরের তরুণীকে শ্লীলতাহানি করেছে পুলিশ সাদৃশ্য হাসপাতালের এক হোমগার্ড। সিসিটিভি ফুটেজে সেই চিত্র ফুটে উঠেছে। এই নিয়ে তোলপাড় সমগ্র হাসপাতাল চত্বর।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিগত কিছুদিন আগে উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা এক তরুণী তার মাকে গাইনোকোলজিস্টের কাছে ভর্তি করান। তাই ঠিক সেই সময় হাসপাতালের অপেক্ষার জায়গায় তরুণী বসেছিল। অভিযোগ, বেশ কিছুক্ষণ ধরে পুলিশ সাদৃশ্য পোশাক পরা হাসপাতালের হোমগার্ড তরুণীর ওপর নজর রাখছিল। এলাকা ফাঁকা হতেই তরুণীর কাছে জলের বোতল চেয়ে হাত ধরে টেনে নেয় , সেই সঙ্গে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এরপরই নানারকম অপ্রীতিকর আচরণ করে তরুণীর শাড়ি খুলে। তরুণী বারংবার মানা করলেও হোমগার্ড নিজের মর্জি চালিয়ে যান।
এরপরই তরুণী হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে টালা থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করে সেই চিত্র দেখে অভিযুক্তকে শনাক্ত করেছেন। সেইসঙ্গে পুলিশ সাদৃশ্য পোশাক পরা কলকাতার বাসিন্দা সেই হোমগার্ডের তদন্ত নেমেছে টালা থানার বলে।
এ নিয়ে অভিযোগকারী তরুণীর দাবি করেন , তিনি ভেবেছিলেন সেই ব্যক্তিটি পুলিশ , কেননা তিনি পুলিশের মতো একই ধরনের পোশাক পরিহিত ছিলেন। তাই তিনি জলের বোতল দিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। তবে সেই সময়ে হোমগার্ড অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। যদিও তরুণীর বাবা জানান, পুলিশকে জানিয়ে তারা তদন্তে নেমেছে ,তবুও এখনো পর্যন্ত সেই হোমগার্ড পলাতক। পুলিশ একপ্রকারের সান্তনা দিয়ে তাদের দমিয়ে রেখেছে।
যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে অভিযুক্ত হোমগার্ডের সহকর্মীর দাবি , তিনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই উপযুক্ত প্রমাণ ছাড়া তিনি কোনরকম মন্তব্য করতে চান না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে সহকর্মীর যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক