নিজস্ব প্রতিনিধি , অমরাবতী - অবশেষে অপেক্ষার অবসান। কাল অর্থাৎ ২৩ শে অক্টোবর রবিবার সকাল ১২ টা ৭ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার রকেট বন্দর থেকে উৎক্ষেপণ হতে চলেছে হেভি-লিফ্ট রকেট জিএসএলভি এমকে ৩। সে কারণে ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো উৎক্ষেপণের জন্য ২৪ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে দিয়েছে।
হেভি-লিফ্ট এই রকেটটি ৩৬ টি 'ওয়ানওয়েব' স্যাটেলাইট বহন করতে সক্ষম। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৪ টন ওজনের জিএসএলভি এমকে ৩ রকেটটি শ্রীহরিকোটার দ্বিতীয় প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে।
সাধারণত, জিএসএলভি রকেট ভারতের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। আর তাই এটিকে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি) নামে নামকরণ করা হয়েছে। জিএসএলভি এমকে ৩ হল তৃতীয় প্রজন্মের রকেট। এই রকেটটি নিম্ন আর্থ অরবিটে ওয়ান ওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করবে।
রকেটটি, তার ওড়ার মাত্র ১৯ মিনিটেরও বেশি সময় এলইও তে নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেডের ৩৬ টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট স্লিং করবে৷ ওয়ান ওয়েব তৈরি হয়েছে ভারত ভারতী গ্লোবাল এবং ইউকে সরকারের যৌথ উদ্যোগে। এই স্যাটেলাইট কোম্পানি যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য নিম্ন আর্থ কক্ষপথে প্রায় ৬৫০ টি উপগ্রহের একটি নক্ষত্রমন্ডল রাখার পরিকল্পনা করেছে৷
জিএসএলভি এমকে ৩ হল একটি তিন-পর্যায়ের রকেট যার প্রথম পর্যায় তরল জ্বালানি দিয়ে চালিত হয়, দুটি স্ট্র্যাপ শক্ত জ্বালানি দ্বারা চালিত মোটর, দ্বিতীয়টি, তরল জ্বালানি দ্বারা এবং তৃতীয়টি, ক্রায়োজেনিক ইঞ্জিনের মাধ্যমে চলে।ইসরোর ভারী উত্তোলন রকেটের এলইওতে ১০ টন এবং জিও ট্রান্সফার অরবিটে চার টন বহন ক্ষমতা রয়েছে। ওয়ান ওয়েব স্যাটেলাইটের মোট উৎক্ষেপণের ভর হবে ৫,৭৯৬ কেজি।
রকেটটি উৎক্ষেপণ করতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগে গণনা চলাকালীন, রকেট এবং স্যাটেলাইট সিস্টেমগুলি পরীক্ষা করা হয়। রকেটে জ্বালানীও ভর্তি করা হয়।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন কর্মকর্তা জানিয়েছেন, "সুষ্ঠুভাবে গণনা চলছে। এল১১০ পর্যায়ের গ্যাস চার্জিং এবং প্রোপেল্যান্ট ফিলিং অপারেশন এগিয়ে চলেছে।"
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর