কাউন্টডাউন জারি , আর কয়েক ঘন্টার মধ্যেই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হতে চলেছে থার্ড জেনারেশন হেভি-লিফ্ট জিএসএলভি এমকে ৩ রকেট

অক্টোবর ২২, ২০২২ বিকাল ০৭:১২ IST
6353e4b64ebaa_IMG_20221022_180925

নিজস্ব প্রতিনিধি , অমরাবতী - অবশেষে অপেক্ষার অবসান। কাল অর্থাৎ ২৩ শে অক্টোবর রবিবার সকাল ১২ টা ৭ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার রকেট বন্দর থেকে উৎক্ষেপণ হতে চলেছে হেভি-লিফ্ট রকেট জিএসএলভি এমকে ৩। সে কারণে ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো উৎক্ষেপণের জন্য ২৪ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে দিয়েছে। 

হেভি-লিফ্ট এই রকেটটি ৩৬ টি 'ওয়ানওয়েব'  স্যাটেলাইট বহন করতে সক্ষম। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৪ টন ওজনের জিএসএলভি এমকে ৩ রকেটটি শ্রীহরিকোটার দ্বিতীয় প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে।

সাধারণত, জিএসএলভি রকেট ভারতের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।  আর তাই এটিকে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি) নামে নামকরণ করা হয়েছে।  জিএসএলভি এমকে ৩ হল তৃতীয় প্রজন্মের রকেট। এই রকেটটি নিম্ন আর্থ অরবিটে ওয়ান ওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করবে।

রকেটটি, তার ওড়ার মাত্র ১৯ মিনিটেরও বেশি সময় এলইও তে নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেডের ৩৬ টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট স্লিং করবে৷ ওয়ান ওয়েব তৈরি হয়েছে ভারত ভারতী গ্লোবাল এবং ইউকে সরকারের যৌথ উদ্যোগে। এই স্যাটেলাইট কোম্পানি যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য নিম্ন আর্থ কক্ষপথে প্রায় ৬৫০ টি উপগ্রহের একটি নক্ষত্রমন্ডল রাখার পরিকল্পনা করেছে৷

জিএসএলভি এমকে ৩ হল একটি তিন-পর্যায়ের রকেট যার প্রথম পর্যায় তরল জ্বালানি দিয়ে চালিত হয়, দুটি স্ট্র্যাপ শক্ত জ্বালানি দ্বারা চালিত মোটর, দ্বিতীয়টি, তরল জ্বালানি দ্বারা এবং তৃতীয়টি, ক্রায়োজেনিক ইঞ্জিনের মাধ্যমে চলে।ইসরোর ভারী উত্তোলন রকেটের এলইওতে ১০ টন এবং জিও ট্রান্সফার অরবিটে চার টন বহন ক্ষমতা রয়েছে।  ওয়ান ওয়েব স্যাটেলাইটের মোট উৎক্ষেপণের ভর হবে ৫,৭৯৬ কেজি।

রকেটটি উৎক্ষেপণ করতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগে গণনা চলাকালীন, রকেট এবং স্যাটেলাইট সিস্টেমগুলি পরীক্ষা করা হয়। রকেটে জ্বালানীও ভর্তি করা হয়।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা  ইসরোর একজন কর্মকর্তা জানিয়েছেন, "সুষ্ঠুভাবে গণনা চলছে। এল১১০ পর্যায়ের গ্যাস চার্জিং এবং প্রোপেল্যান্ট ফিলিং অপারেশন এগিয়ে চলেছে।"

ভিডিয়ো

Kitchen accessories online