নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - জয় লাভের পর থেকেই আরআরআর ছবিটিকে কেন্দ্র করে নতুন করে এই দুই ভাষাভাষির মানুষের মধ্যে গোল বেঁধেছে। আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে তামিল-তেলুগু বাকযুদ্ধ। গতকাল এক তেলুগু স্টার তামিল ইন্ডাস্ট্রিকে একহাত নিয়ে বলেন তারা নাকি তেলুগু ছবি দেখেন না। এই ইন্ডাস্ট্রির কেউ, কোনও সিনেমা পুরস্কৃত হলে সেটাও তারা নাকি ভালো চোখে দেখেন না। এমনই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এরপরই সেই মন্তব্যের জবাব দেন এআর রহমান। তার ট্যুইটের সেই ব্যক্তির প্রত্যুত্তরে জবাব উত্তর দিতে দেখা যায়।
গায়ক তার ট্যুইটারে এই তামিল স্টারের মন্তব্যের উত্তর লেখেন যে তারা সবাই এক। এআর রহমানের কথায়, 'আমরা সবাই এক পরিবারের। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।'
খোদ তারকাদের দ্বারা করা পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে সমগ্র সোশ্যাল মিডিয়ায়।তবে এআর রহমান যতই একতার বার্তা দিক সেটা বাস্তবে হয় কিনা দেখার। এই সঙ্গীত পরিচালক যদিও ছবিটির দারুন প্রশংসা করছেন। তিনি জানিয়েছেন তিনি আশাবাদী যে এসএস রাজামৌলির এই ছবির হাত ধরেই দেশে ফের অস্কার আসবে। তিনি এমএম কিরাবাণী, আরআরআর ছবিটির সঙ্গীত পরিচালকেরও দরাজ গলায় প্রশংসা করেন।
যদিও এআর রহমানের কাছ থেকে এমন উত্তর পাওয়ার পর সেই তেলেগু স্টার তার ট্যুইটের অডিয়েন্স লিমিটেড করে দেন। যার ফলে ট্যুইট ঘিরে এই আলোচনা শুরু হয়েছিল সেটাই এখন দেখা যাচ্ছে না।
যদিও রহমানের এই উত্তরটি থেকে গেছে। আর সেখানে বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন।এক ব্যক্তি লিখেছেন, 'আমি হায়দ্রাবাদে থাকি। আমি তামিল শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করি। আমি মণি রত্নম, এআর রহমান, কমল হাসান, প্রমুখের বড় ভক্ত। যারা এসব ঘৃণা ছড়ায় তারা সবাই তারকা। অর্থের বিনিময়ে এসব পোস্ট করেন। সাধারণ মানুষ এসব চায় না।' আরেক ব্যক্তি এআর রহমানকে আক্রমণ করে লেখেন, ‘ এই মানুষটা তার এই টুইট থেকে কী বোঝাতে চাইছেন? তিনি তবে বলছেন যে অন্ধ্র প্রদেশের মানুষরা ঘৃণা ছড়াচ্ছে আর তামিলরা আরআরআরের জয় উদযাপন করছে? দেখে মনে হচ্ছে তামিলিয়ানদের গর্ব আঘাত পেয়েছে আরআরআরের জয় দেখে।’
আরেক ব্যক্তি লেখেন, ' স্যার আমি তেলেঙ্গানার বাসিন্দা। যবে থেকে বাহুবলী ছবিটা ভালো ব্যবসা করা শুরু করেছে তবে থেকে তামিল নাড়ুর বাসিন্দারা আমাদের কথা শোনাচ্ছে। ঘৃণা করছে। আরআরআর ছবিটির সাকসেসের পর তো সেটা মাত্রা ছাড়া হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদের এখানে বিক্রম ছবিটির ব্যবসা দেখুন।' এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিক্রম ছবিটি একটি তামিলিয়ান ছবি।
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার
বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার পদে কর্মরত দেবলীনা
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর শুরু হবে প্রথম রমজানের তারাবি
কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি , প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না , দাবি ঋত্বিকের
বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয় , করণ কে সোজা জবাব কর্তৃপক্ষের
মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত জেহান থমাস
পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই ২০১৮ সালে অয়নের সঙ্গে পরিচয় , দাবি শ্বেতার