নিজস্ব প্রতিনিধি, দোহা- দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর মঞ্চে যখন শিরোপা উৎসব করেছিল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা, তাদের সেই আনন্দে শামিল হয়েছিল মাঠে উপস্থিত ৮৮ শতাংশ আর্জেন্টিনা দর্শকও। এরমধ্যে এক আর্জেন্টাইন নারী ভক্ত তার আনন্দের মাত্রা ধরে রাখতে না পেরে লুসাইল স্টেডিয়ামে নিজের বক্ষ উন্মুক্ত করে দেন। এর আগেও শিরোপা উদযাপন কিংবা প্রিয় দলের জয়ে এর আগেও এমনভাবে বক্ষ উন্মুক্ত করতে দেখা গেছে নারী ভক্তদের।
তবে কাতারের মতো মুসলিম অধ্যুষিত অঞ্চলে যা দণ্ডনীয় অপরাধেরই শামিল। ফলে স্টেডিয়ামে হেন কর্মের জন্য গ্রেফতার হয়েছেন আর্জেন্টাইন সেই নারী সমর্থক। এবারের কাতার বিশ্বকাপ শুরুর আগে নারী এবং পুরুষ সকলের জন্য পোশাকের নির্দেশনা দিয়ে রেখেছিল কাতারি সরকার, কারণ বিশ্বকাপের মঞ্চে নারী ভক্তদের এমন কীর্তিকলাপ এর আগেও অনেকবার দেখা গেছে। তাই তারা আগে থেকেই জানিয়েছিল, নারী সমর্থকরা ন্যূনতম কাঁধ থেকে হাঁটু পর্যন্ত এবং পুরুষরা ন্যূনতম স্লিভলেস টি-শার্ট হলেও পরতেই হবে। এই নিয়মের বাত্যয় ঘটলে ২৪০০ পাউন্ড জরিমানার কথাও নিশ্চিত করেছিল কাতারের সরকার।
এমনই সংবাদ নিশ্চিত করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের অনলাইন সাইট ‘ইন্ডি-হান্ড্রেড’। যেখানে তারা জানায়, লে আলবিসেলেস্তেদের শিরোপা উদযাপনের সময় অর্ধ-নগ্ন হওয়ায় সেই নারী সমর্থককে স্টেডিয়াম থেকেই গ্রেফতার করা হয়। ইতোমধ্যে সেই নারী ভক্তকে জেলেও পাঠিয়েছে কাতারি পুলিশ। আরেক ইংলিশ গণমাধ্যম দ্য সানও তাদের এক প্রতিবেদনে এমনটা জানিয়েছেন। যেখানে তারা আরও বলেছেন, জেল থেকে হাজত বাস ছাড়া মুক্তি পেতে হলে বেশ মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে সেই নারী ভক্তকে।
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
কৃষকনেতার কথায় গঙ্গায় পদক ভাসানো থেকে বিরত থাকলেন কুস্তীগিররা
প্রায় ৬ মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী কুস্তীগিররা
জয় শাহের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্ট্রেট সেটে জয় পেয়েছেন রুড, জেরেভ ও রুন
ম্যাচের শেষে ফলাফল ৬-৭, ৭-৬, ৬-২, ৩-৬, ৪-৬
রাগে অভিমানে কুস্তীগিররা হরিদ্বারের গঙ্গায় পদক ভাসিয়ে দেবেন বলে জানিয়েছেন
দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে আজ তারা সাফল্য পেয়েছেন
আইপিএল চলাকালীন বার বার তার হাঁটুতে বরফ দিতে দেখা গিয়েছিল
বিশ্বের দরবারে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করলেন দুর্গাপুরের সোনার মেয়ে
কুস্তীগিরদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর
আবারও প্রমাণিত যতই অভিমান ঝামেলা হোক না কেন, খেলার মাঠ সব ভুলিয়ে দিতে পারে
একনজরে দেখে নিন আইপিএলে ব্যক্তিগত পুরস্কারের তালিকা
ফাইনালে হেরে ট্র্যাজিক হিরো হয়েই থাকলেন শামি
আইপিএলে সর্বাধিক রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে গেলেন গুজরাতের ওপেনার