নিজস্ব প্রতিনিধি, নদীয়া - প্রাপ্য পারিশ্রমিকের দাবি পূরণের উদ্দেশ্যে বেশ কিছুদিন ধরেই আশা কর্মীরা আন্দোলন করছে। বৃহস্পতিবার দুপুরে আবারও সেই দাবি নিয়ে আশা কর্মীরা আন্দোলনে নামে। নদীয়ার তেহট্টো ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি সেই দফতরে, স্মারকলিপি জমা দেয় আশা কর্মীদের একাংশ।
আশা কর্মীদের ইউনিয়ন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তারা দাবি জানাচ্ছে যাতে অনৈতিক ভাবে বিনা পারিশ্রমিকে কাজের চাপ যাতে না বাড়িয়ে দেওয়া হয় আশা কর্মীদের ওপর। পাশাপাশি তাদের প্রাপ্য ইন্সেন্টিভস অর্থ নির্ধারিত সময়ের মধ্যে যাতে দেওয়া হয়। এরকমই একাধিক দাবিতে আবারও পথে নেমেছে আশা কর্মীদের একাংশ।
এমনকি আগামী ৭ই জানুয়ারি কলকাতায় আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই ওই স্বারকলিপিতে দাবি করা হয়েছে, ওই নির্দিষ্ট দিনে আশা কর্মীদের কোনরকম প্রশিক্ষণ শিবির সহ অন্যান্য কাজে লিপ্ত করা যাবে না। কলকাতার ওই কর্মসূচিতে সারা রাজ্যের প্রায় ৫৮ হাজার আশা কর্মী যোগদান করবে। এছাড়াও সেই দিন ওই কর্মসূচিতে স্বাস্থ্য আধিকারিকদের সাথে আলোচনায় বসার দাবি জানানো হবে।
স্বাস্থ্যকর্মীদের সদিচ্ছার অভাবে বারংবার আশা কর্মীদের পক্ষ থেকে আবেদন জানালেও স্বাস্থ্য আধিকারিকেরা আলোচনায় বসেনি। তাই আশা কর্মীরা দাবী জানাচ্ছে অবিলম্বে আলোচনার মধ্যে দিয়ে কর্ম ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটাতে হবে । এই সব কিছু জানিয়ে স্বরলিপি জমা দেয় সংশ্লিষ্ট দফতরে। এরপর আশা কর্মীরা স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে বিক্ষোভ তুলে নেয় ।
এই প্রসঙ্গে আশা কর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট অপর্ণা গুহ জানিয়েছে, ‘বেশ কিছুদিন ধরেই আমরা আন্দোলন জানাচ্ছি বিভিন্ন দাবিতে, যেমন তাদের ইন্সেন্টিভ ৮ দফায় আমরা নেব না। আগের নিয়মে টাকা দিতে হবে আশা কর্মীদের। এরকমই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছি। বৃহস্পতিবার প্রথমে ডেপুটেশন জমা না নিতে চাইলেও, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা নিতে বাধ্য হয়। আশা কর্মীদের সমস্ত দাবি যদি না মানা হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের দিকে যাব’।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড