মাধ্যমিক পাশে আসাম পুলিশে ২৬৪৯ টি শূন্যপদে ফরেস্টার গ্রেড ১ / ফরেস্ট গার্ড / AFPF কনস্টেবল / ড্রাইভার কনস্টেবল / ড্রাইভার পদে নিয়োগ করা হবে ।
পদ- ফরেস্টার গ্রেড ১ ।
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা ও সঙ্গে গ্রেড পে ৬,৪০০ টাকা ।
শূন্যপদ- ২৬৪ টি ।
পদ- ফরেস্ট গার্ড ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা ও সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা ।
শূন্যপদ- ১,২২৬ টি ।
পদ- AFPF কনস্টেবল ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা ও সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা ।
শূন্যপদ- ৯৮১ টি ।
পদ- ড্রাইভার কনস্টেবল ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা LMV / MMV / HMV বৈধ লাইসেন্স থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা ও সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা ।
শূন্যপদ- ৩৬ টি ।
পদ- ড্রাইভার ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা LMV / MMV / HMV বৈধ লাইসেন্স থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে ১৪,০০০ টাকা থেকে ৬০,৫০০ টাকা ও সঙ্গে গ্রেড পে ৫,২০০ টাকা ।
শূন্যপদ- ১৪২ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://www.slprbassam.in এই ওয়েবসাইটের মাধ্যমে ২৩.০১.২০২৩ তারিখ থেকে ০৬.০২.২০২৩ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- https://www.slprbassam.in এই ওয়েবসাইট দেখুন ।
বিজ্ঞপ্তি নং- SLPRB/ REC/FG-AFPF/605/2022/157
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ