নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ আসানসোল পৌরসভায় । বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের। পৌরনিগমের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। বৃহস্পতিবার পুরসভার বৈঠকে সাফাই কর্মীদের দৈনিক বেতন ৮ টাকা বাড়িয়ে ৩২৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই বেতনবৃদ্ধিতে সন্তুষ্ট নন অস্থায়ী সাফাই কর্মীরা। এর ফলে গোটা পৌরনিগম এলাকায় শুক্রবার সকাল থেকে কোনও আবর্জনা সাফাই হয়নি । এর কারণে এলাকায় আবর্জনা ভোরে যেতে পারে বলে আশঙ্কা পৌরসভার অধিকারীকদের।
সূত্রের খবর , বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং ছিল। আর সেই বোর্ড মিটিংয়ে পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৃদ্ধি হয়েছে কাউন্সিলরদেরও। বৃহস্পতিবার দেখা যায়, বিভিন্ন কাউন্সিলর মিষ্টিমুখ করাচ্ছেন একে-অন্যকে। তাঁরা মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়রদেরও মিষ্টিমুখ করান। বৃহস্পতিবারের পরিস্থিতি সুখকর হলেও শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি বিগড়ে যায়।
আসানসোল পৌরনিগমের সমস্ত সাফাই কর্মী আন্দোলনে নেমে পরেন। তাদের দাবি , সঠিক অর্থে তাদের বেতন বৃদ্ধি হয়নি । সাফাই কর্মীরা দাবি করেন , তারা মাত্র ৪ হাজার ২৪২ টাকা বেতন পান। এই বেতন দৈনিক ৬০০ টাকা হারে তাদের দিতে হবে।এই দাবি নিয়েই সাফাই কর্মীরা শুক্রবার সকাল থেকে প্রথমে আসানসোল পৌরনিগম ঘেরাও করেন।
তারপর পৌরনিগমের পাশে আসানসোল স্টেশন রোড অবরুদ্ধ করেন। দীর্ঘক্ষণ ধরেই অবরোধ চলছে আসানসোলে । আন্দোলনের কথা শুনে পৌরনিগমে এসে পৌঁছেছেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। তাঁরা বারবার সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন। এমনকী আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরাও সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন । কিন্তু বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড়। বেতন বৃদ্ধি না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে তাঁরা স্পষ্ট জানিয়েছেন।
অন্যদিকে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এর আগে ওদের ৩১৭ টাকা বেতন ছিল। আমরাই বিভিন্নভাবে চিন্তা করে ওদের বেতন ৪ টাকা বাড়িয়েছি। সে ক্ষেত্রে ৩২৫ টাকা ওদের এখন দৈনিক হারে বেতন হয়েছে। স্থায়ী কর্মীদের মতো তো বেতন আমরা ওদের দিতে পারব না। কারণ আমাদের প্রচুর চাপ নিতে হচ্ছে এতেই। আমরা আমাদের সামর্থ্য মতো ওঁদের বেতন বাড়িয়েছি। এখন ওরা দাবি করছে ৬০০ টাকা করে দৈনিক হারে অস্থায়ী কর্মীদের বেতন দিতে হবে। এই বেতন সারা পৃথিবীতে কোথাও নেই অস্থায়ী কর্মীদের। আমরা সকাল থেকে ওদের কথা শোনার জন্য এসে বসে আছি। ওরা আলোচনা করতে পারতেন। তা না করে ওরা পথ অবরোধ করছেন। পথ অবরোধ করলে সাধারণ মানুষের কষ্ট হয়।“
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের