নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - তৃতীয়ার রাতে চললো গুলিতে জখম হল আসানসোলের এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের , আসানসোল পুরনিগমের ৫৫ নং ওয়ার্ডের গোপালপুরের সৎসঙ্গ নগরের কাছে তেঁতুলতলায়। গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম অঙ্কিত বর্মন (২১)। সে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার রাত আটটা নাগাদ বহিরাগত কোন এক যুবক গোপালপুরের সৎসঙ্গ নগরের তেঁতুলতলায় একটি বাড়িতে ঢুকে ছিলো। সেই খবর পেয়ে কয়েকজন যুবক সেই বাড়ির সামনে আসে। তাদের মধ্যে অঙ্কিত শর্মা নামে ওই যুবক ছিলো। সবাই মিলে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে । আচমকাই ওই যুবক গুলি চালায়। সেই গুলি অঙ্কিতের মুখে থুতনিতে লাগে। সে মাটিতে লুটিয়ে পরতেই , ওই যুবক পালিয়ে যায়।
এরপর ওই যুবকের পরিবারের লোকেরা তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তারপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি দেবরাজ দাস , আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছান। ইতিমধ্যেই তারা ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর দীপা চক্রবর্তী জানিয়েছেন , ‘গুলি চলার কথা শুনেছি। কিন্তু আমি নিজে অসুস্থ থাকায় , বাড়িতে আছি। জানিনা কেন বা কে গুলি চালিয়েছে। তবে পুলিশ এলাকায় এসেছে।তারা ঠিক আসল দোষীকে খুঁজে বের করবে’।
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা