নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল , ঠিক এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ করেছে বাম-বিজেপি। তাদের পর এবার একইভাবে পুলিশ কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন স্মারকলিপি জমা দেওয়ার জন্য জমায়েত করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সময়ে পুলিশের সঙ্গে এক প্রকার হাতাহাতি বাঁধে।
সম্প্রতি , গত ১২ই ফেব্রুয়ারি আসানসোলে পুরভোট শেষ হয়েছে। ভোটের দিন বোমাবাজি, ছাপ্পা সহ একাধিক অশান্তি পরেও পুলিশ কোন রকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তোলে কংগ্রেস। সেই অভিযোগে এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশ কমিশনার দফতরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়ে স্লোগান দেয়। এই নিয়ে পুলিশ কর্মী ও সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। যার ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় আসানসোলে।
তবে পুলিশ কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর পুলিশের পক্ষ থেকে ৫ জন কংগ্রেসের বিক্ষোভকারীকে ভেতরে ঢুকতে দেয়। এরপর কংগ্রেসের কর্মী-সমর্থকরা স্মারকলিপি জমা দিয়ে একাধিক অভিযোগ জানায় পুলিশ কমিশনার দফতরে। পাশাপাশি প্রশ্ন তোলে নির্বাচনের দিন পুলিশের ভূমিকা নিয়ে।
এপ্রসঙ্গে কংগ্রেসের নেতা জানিয়েছেন, ' পুরভোটের আগের থেকে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এমনকি কংগ্রেস প্রার্থীদের বাড়িতে গিয়ে কয়লা মাফিয়ারা হুমকি দিয়েছে। সেই নিয়ে বহুবার পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় একাধিক জায়গায় কুলটি, জামুরিয়া, রানিগঞ্জ সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটছে। এমনকি তৃণমূল বহিরাগতদের এনে এলাকায় তান্ডব চালায়। পাশাপাশি এখানকার এক বিধায়কের ছেলে ব্ল্যাংক ফায়ার করেছিল। তার পরেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুর নির্বাচনের পুলিশের কোনরকম নিরপেক্ষ ভূমিকা দেখা যায়নি। সেই সমস্ত অভিযোগ নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি'।
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
বিদেশ থেকেও দলে দলে হাজির পর্যটকরা
ঊর্ধ্বমুখী সোনার দাম
প্রয়োজনীয় নথি সহ ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন
খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা আরাধনার প্রস্তুতি শুরু
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি , মমতার মন্তব্য ঘিরে বিজেপি শিবিরে তীব্র উচ্ছাস
বিশৃঙ্খলার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রথ যাত্রা
শহরের তিনটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এলাকার কিছু মানুষ
১৩৭ বছরের পুরনো লোহার রথের যাত্রা