ওল গাছে ফুল ফুটেছে , খবর পেতেই উলু-শঙ্খধ্বনি সহযোগে পুজোতে মাতলো গ্রামবাসীরা

মে ১৩, ২০২২ রাত ১২:১৮ IST
627d2316bb742_IMG_20220512_203417

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ওল গাছে এক বিরল প্রজাতির ফুল নিয়ে চাঞ্চল্য ছাড়ালো ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতর উত্তর তালদি নস্কর পাড়াতে।ওই এলাকায় জনৈক মহেশ নস্করের বাগানের ওল গাছে বিরল প্রজাতির ফুল ফুটেছে।সাত সকালে এমন কান্ড নস্কর পরিবারের সদস্যদের নজরে পরতেই হইচই শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই খবর লোকের কানে যেতেই  বিরল ফুল দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন।তাদের কারোর মতে এটি ওল গাছেরই ফুল।যেমন ডুমুর গাছের ফুল দেখা যায় না,তেমনই ওল গাছে ও ফুল ফুটতে দেখা যায় না। 

বিরল ভাবে কয়েকটি গাছে এমন ফুল ফুটতে দেখা যায়। আশ্চর্যের কিছুই নেই।এছাড়াও  পাঁচ বছর আগে বাসন্তী থানার চোরাডাকাতিয়া গ্রামে এক বাড়িতে এমন ধরনের ফুল ফুটে ছিল। পরে জানা যায় সেটি ওল গাছের ফুল।

যদিও সে সব কথায় কান না দিয়ে এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর আয়োজন করেন নষ্কর দম্পতি।রীতিমতো উলু ধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে ফুল,ধূপ বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়।তবে যাই হোক না কেন বিরল এই ফুল দেখতে প্রচুর মানুষজন নস্কর পরিবারের বাড়িতে ভীড় জমাচ্ছেন। তাদের কে সামলাতে হিমশিম খেতে হচ্ছে নস্কর পরিবারের লোকজনদের কে।

এই ঘটনায় নস্কর পরিবারের গৃহবধু কাকলি নস্কর জানিয়েছেন, ‘আমরা তো মনসা গাছ কে পুজো করে থাকি।তেমনই আশ্চর্যজনক ফুলটি ফুটেছে হয়তো কোন দেবতার অঙ্গ হিসাবে।জীবনে তো কোন দিনই এমন কান্ড দেখা যায় নি।যে যাই বলুক ফুলটি যত দিন থাকবে আমরা পুজো দেবো'।

ভিডিয়ো

Kitchen accessories online