নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাত্র কয়েক ঘণ্টা আগেই উত্তরবঙ্গ সফরে থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমতাবস্থায় ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল বামেদের সংঘর্ষে আহত প্রায় ৮ জন কর্মী। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগে হাতাহাতি হওয়ায় ঘটনায় বর্তমানে সরগরম হয়ে উঠেছে মাথাভাঙ্গা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিজন পট্টি এলাকা।
বুধবার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১২ নম্বর ওয়ার্ডে দলের হয়ে প্রচারে বেরোয় বাম কর্মী-সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শাসক দলের সদস্য। সেক্ষেত্রে লাল শিবিরের কর্মীদের অভিযোগ, 'প্রচার চালানোর সময় হঠাৎই তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে বেধড়ক গণপিটুনি করতে থাকে। এরপর প্রাণ বাঁচাতে সকলে মাথাভাঙ্গা থানায় আশ্রয় নিলে সেখানে ঢুকেও তৃণমূলের পালিত গুন্ডারা বেধড়ক মারধর করে'।
অন্যদিকে লাল শিবিরের সকল অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কর্মীরা পাল্টা অভিযোগ করে বলেন, ' সিপিএম দীর্ঘ কয়েক বছর যখন সরকারে ছিল তখন মাথা ভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের উপর নৃশংসভাবে হত্যা করে তাদের হত্যা করা হয়েছিল। এমনকি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল হার্মাদরা। কিন্তু তাদের এটা মনে রাখতে হবে এখন বাম আমল না মমতা ব্যানার্জির আমল। এখানে প্রচার করতে হলে শান্তিপূর্ণভাবে করতে হবে। দলের ঝান্ডার নিচে কোন ডান্ডা নিয়ে প্রচার করা চলবে না। বর্তমানে বাম কর্মীরা ১২ ও ১ নং ওয়ার্ডে যে সন্ত্রাস করতে চাইছে সেটা কঠোর হাতে পুলিশকে আটকাতে হবে। যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে তার সঠিক ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা'।
পরবর্তীতে মাথাভাঙ্গার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে তুলকালাম পরিস্থিতি খবর পেতেই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে উপস্থিত হয় মাথাভাঙ্গা থানার পুলিশ। এরপরই পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম