নিজস্ব প্রতিনিধি, নদিয়া - রবিবার সাত সকালে নদিয়ার নাকাশিপাড়ায় গুলি করে খুন করা হল দুই ব্যক্তিকে। মৃতদের নাম তেঁতুল দফাদার ও মোহিত দফাদার। বাড়ি নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া দফাদার পাড়ায়। তদন্তে নেমেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টা নাগাদ তিনজন ব্যক্তি বাইকে করে যাচ্ছিলেন। সেইসময় জনা দশেক বাইক আরোহী তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। প্রথম গুলিবিদ্ধ হয়ে পাটক্ষেতে পড়ে যান তেঁতুল দফাদার। এরপর গুলিবিদ্ধ হন মোহিত দফাদার। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়ে মোহিতকে। তৃতীয় বাইক আরোহীর নাম আকসাদ শেখ। জানা গিয়েছে তিনিই তেঁতুল ও মোহিতকে ডেকে নিয়ে গিয়েছিলেন। এরপর তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। কি কারণে এই খুন, তা এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ