চুঁচুড়া বিজেপির বুথ অফিসে হামলা

এপ্রিল ১১, ২০২১ দুপুর ১১:০৭ IST
6071e53bb76b4_WhatsApp Image 2021-04-10 at 22.56.05

নিজস্ব প্রতিনিধি, হুগলী – শনিবার রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভোট গ্রহণের প্রায় শেষ পর্যায় চুঁচুড়া বিধানসভার ১৯০ নম্বর বুথে বিজেপির ৩০৬ বুথ অফিসে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগ চুঁচুড়া বিধানসভার ১৯০ নম্বর বুথে ভোট পর্ব শেষের সময় চুঁচুড়া পৌরসভার উপ-পৌরপ্রধান অমিত রায় ৫০-৬০ জন দুষ্কৃতী নিয়ে বিজেপির ৩০৬ নম্বর বুথ অফিসে হঠাৎ করে আক্রমণ করে। দুষ্কৃতীরা বাঁশ দিয়ে আক্রমণ করে। ২ জনের মাথায় আঘাত লাগে মাথা ফেটে যায় এবং একজনের হাত ভেঙ্গে যায়। আহতরা চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি আহতদের দেখতে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হয়েছেন। হাসপাতাল থেকে বেড়িয়ে তিনি অভিযুক্ত অমিত রায়ের বিরুদ্ধে চুঁচুড়া থানায় FIR করবেন বলে জানিয়েছেন। 

ভিডিয়ো

Kitchen accessories online