নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - ভোট শেষ হতেই আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়না বিধানসভা এলাকা। ময়না বিধানসভার অনন্তপুর দু নম্বর অঞ্চলের ধনিচক গ্রামে শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
আহত বিজেপি কর্মী রাধারানী ধাড়া তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। রাধারানী দেবীর অভিযোগ যখন বাড়িতে কেউ ছিল না রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে লাঠি নিয়ে চড়াও হয় বাড়ির উপর। বাড়ির দরজা, জানলা ভেঙে দেয়। মারধর করা হয় তাকে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।