রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলা

এপ্রিল ০৩, ২০২১ বিকাল ০৭:২৯ IST
60686f186a533_IMG-20210403-WA0034 60686f187549a_IMG-20210403-WA0039 60686f18b3b50_IMG-20210403-WA0037 60686f18bc249_IMG-20210403-WA0035 60686f18f3835_IMG_20210403_19042499

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - ভোট শেষ হতেই আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়না বিধানসভা এলাকা। ময়না বিধানসভার অনন্তপুর দু নম্বর অঞ্চলের ধনিচক গ্রামে শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

আহত বিজেপি কর্মী রাধারানী ধাড়া তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। রাধারানী দেবীর অভিযোগ যখন বাড়িতে কেউ ছিল না রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে লাঠি নিয়ে চড়াও হয় বাড়ির উপর। বাড়ির দরজা, জানলা ভেঙে দেয়। মারধর করা হয় তাকে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online