নিজস্ব প্রতিনিধি, নদীয়া - খুনের চেষ্টা করা হল তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে। কৃষ্ণনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে জখম এক তৃণমূল কর্মী। ঘটনায় আটক অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা।
স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, কৃষ্ণনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রাজা রোড এলাকার তৃণমূলের বিদায়ী কাউন্সিলর প্রদীপ দত্তর সঙ্গে টোটো ইউনিয়নের নেতা তপন কুন্ডুর দীর্ঘদিনের বিবাদ। প্রদীপ দত্তর অভিযোগ, আইএনটিটিইউসি নেতার তোলাবাজির প্রতিবাদ করায় গতকাল রাতে পার্টি অফিসেই তাঁর উপর হামলা হয়। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও তাঁকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী।
ওইদিন রাতে ঘটনার খবর পেয়ে থানায় যান কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তিনি অভিযোগের আঙুল তোলেন বিরোধীদের দিকে। পালটা বিরোধী পক্ষের দাবী, গোষ্ঠীকোন্দলের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বিরোধীদের দিকে আঙুল তুলছে শাসকদল।