আক্রান্ত ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

এপ্রিল ১৩, ২০২১ দুপুর ১২:৫৯ IST
60754404ad69d_WhatsApp Image 2021-04-13 at 12.40.19

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – ভোটের আবহে বিক্ষিপ্ত ঘটনার জেরে উত্তপ্ত বিভিন্ন জেলা। এবার রায়নায় আক্রান্ত হল ৫ জন বিজেপি কর্মী। সোমবার মোদির সভায় যোগ দিতে যাওয়ার পথে তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের।    

তাদের অভিযোগ, চলন্ত গাড়ির সামনে লোহার পাইপ ফেলে ঘটানো হয়েছে দুর্ঘটনা। পাশাপাশি কর্মীদের মারধরেরও অভিযোগ বিজেপির। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

ভিডিয়ো

Kitchen accessories online