নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম - অবৈধ হরিণ শিকার আটকাতে বড় ধরনের সাফল্য পেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বনদপ্তর।
গোপন সূত্রে খবর পেয়ে, নয়াগ্ৰাম ব্লকের বনদপ্তরের আধিকারিক শিবরাম রক্ষিত বনদপ্তর ব্লকের কুড়চিবনী গ্রামের পাড়ু মুর্মু নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করল হরিণের মাংস, চামড়া এবং সিং।
বন আধিকারিক জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বনদপ্তরের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর করা হবে এবং পুলিশ সমস্ত ঘটনাটি তদন্ত করে আইন অনুসারে ব্যবস্থা নেবে। তবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশ্ন উঠতে শুরু করেছে জঙ্গলে থাকা হরিণদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।