নিজস্ব প্রতিনিধি , ঢাকা - আজ এক ঐতিহাসিক দিন বাংলাদেশের বুকে। প্রথম পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি জনসমক্ষে ঘোষণা করেছেন ,'আওয়ামী লীগ কথা দিলে সেটা রাখে, আমরা সেই কথা রেখেছি'।
সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিট নাগাদ রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ প্রকল্প এলাকায় নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। ঠিক সেই উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। বাংলাদেশে প্রথমবার বিমানবন্দর-কমলাপুর ও পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটের মধ্যে ৩১ দশমিক ২৪১ কিলোমিটারের পাতাল ও উড়াল এমআরটি লাইন-১ নির্মাণ করা হয়েছে। ডিএমটিসিএল এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে।
এই বিষয়ে প্রধানমন্ত্রী জানান, আমরা নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করেছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবে।এমনকি,আগামী ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনাও করা হয়েছে বলেও জানান তিনি।
সেই সঙ্গে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা জানান, আমরা বিশ্বকে নিজেদের টাকায় সেতু করে দেখিয়েছি। যতক্ষণ জনগণ সঙ্গে থাকবে কেউ কিছু করতে পারবে না। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আমার কাজ।বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ চলমান অস্থিরতায় সবাইকে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার কথায়, সবকিছুর দাম বেড়েছে। সবাইকে জল, বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সবাইকে হিসাব করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।
এদিকে,অনেক দেশে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে জানিয়ে তিনি জানান, বাংলাদেশে যেন এই অবস্থা না হয়। তাই এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে।পাতালরেলের নির্মাণকাজ করার সময় জনগণের চলাচলে কোনো সমস্যা হবে না। মাটির নিচে বোরিং মেশিন দিয়ে গর্ত করে টানেল করা হবে। ভূপৃষ্ঠের ১০ মিটার নিচে কাজ করা হবে। তাই ওপর থেকে বোঝা যাবে না যে মোটির নিচে কাজ চলছে।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর