নিজের ছোট ছেলেকে পিটিয়ে খুন করলো বাবা , সঙ্গ দিলো বড়ো ছেলেও

ফেব্রুয়ারি ১৪, ২০২৩ দুপুর ১১:১৭ IST
63ea89b122e1b_IMG_20230214_001818

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাবার হাতেও রেহাই নেই সন্তানের। নিজের ছোট ছেলেকে পিটিয়ে মারলো নিজের বাবা ও বড় ছেলে। ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাটে। মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ,বয়স আনুমানিক ৩৮ বছর। গ্রেফতার বাবা ও বড় ছেলে। এই ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে , চন্দন ঘোষ রানাঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় বিগত পাঁচ বছর ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেখানে নাকি প্রায়ই রাতে মদ্যপান করতেন। কিছুদিন আগে চন্দন ঘোষ নিজের বাড়িতে লকার ভেঙে টাকা চুরি করে।ঘটনার দিন চন্দন ঘোষ নিজের বাড়ি গেলে টাকা চুরির কথা জানতে পেরে বাবা ও দাদা মিলে লোহার রডের সাহায্যে বেধড়ক মারধর করে চন্দনকে।

আহত অবস্থায় চন্দন ঘোষ নিজের ভাড়াবাড়িতে ফিরে এলে সেই দিন রাতেই তিনি মারা যান।প্রতিবেশীরা খবর পেয়ে রানাঘাট থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।ইতিমধ্যে পুলিশ বাবা ও বড় ছেলেকে গ্রেফতার করায় পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেন তারা।মৃত ব্যক্তির মায়ের অভিযোগ নিজের বাড়ি গিয়ে শরীর খারাপ লাগলে তার বউ হাসপাতালে কেন নিয়ে যায়নি।

মৃতের মা জানিয়েছেন,‘‘গত শুক্রবারে বাবার লকার ভেঙে প্রায় সাড়ে তিন হাজার টাকা চুরি করে আমার ছোট ছেলে।শুধু এই টাকা চুরি নয় বিগত অনেকদিন ধরেই টাকা চুরি করছে সে। সেই রাগে আমার স্বামী ও বড় ছেলে তাঁকে মেরেছে,হয়তো ভুলবশত বেকায়দায়ে লেগে গেছে তবে সুস্থ অবস্থায়ে নিজের বাড়ি গেছে। আমার স্বামী এবং বড় ছেলেরে জন্য ছোট ছেলে মারা যায়নি ’’।

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online