নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। এবার বাবার হয়ে ভোট প্রচারের ময়দানে নামবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
একদিকে রবিবার বলিউড জনপ্রিয় অভিনেতার নাম ঘোষণা হতে না হতেই মলয় ঘটকের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে ফোনে কথাবার্তা সেরে নিয়েছেন শত্রুঘ্ন সিনহা। ভোটের আগেই বাংলায় এসে থাকবেন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা। পাশাপাশি বাবার নির্বাচনী লড়াইয়ে সহায়তা করতে ময়দানে নামছেন সোনাক্ষী। পাশাপাশি অভিনেতা প্রার্থী হতেই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। সেই সঙ্গে শত্রুঘ্ন সিনহাকে আসানসোলে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই দেয়াল লিখনেও ময়দানে নেমে পরেছে দলীয় কর্মীরা। দেওয়াল লিখন শুরু করলেন মেয়র বিধান উপাধ্যায়।
শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন,’ আসানসোলের মানুষের সৌভাগ্য যে বলিউডের জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে। এর আগেও তিনি সাংসদ ছিলেন। এছাড়াও তিনি একজন প্রতিবাদী চরিত্র'।
প্রসঙ্গত, রবিবার আসানসোল লোকসভার নাম ঘোষণা করার পরই তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান শত্রুঘ্ন সিনহা। তিনি টুইটে লেখেন,'আমি এই সুযোগ পেয়ে আপ্লুত। পশ্চিমবঙ্গের যশস্বীনী মুখ্যমন্ত্রী যে সুযোগ আমাকে দিয়েছেন তা আনন্দ এবং নম্রতার সঙ্গে স্বীকার করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে আসানসোলের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে তা আমার কাছে সৌভাগ্যের’।
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
দিয়াকে কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
বিদেশ থেকেও দলে দলে হাজির পর্যটকরা
ঊর্ধ্বমুখী সোনার দাম
প্রয়োজনীয় নথি সহ ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন
খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা আরাধনার প্রস্তুতি শুরু
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি , মমতার মন্তব্য ঘিরে বিজেপি শিবিরে তীব্র উচ্ছাস