নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অভিনেতা বাবুসান মোহান্তির সঙ্গে অভিনেত্রী প্রাক্রুতি মিশ্রর প্রেমের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই অনুরাগী মহলে অন্যতম চর্চিত বিষয়। তবে সম্প্রতি বাবুশান ও প্রাক্রুতির একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে অভিনেতার স্ত্রী ক্রুপ্তির সঙ্গে রাস্তায় বচসায় জড়াতে দেখা পেয়েছে প্রাক্রুতিকে। ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়েছে গোটা নেট মাধ্যম জুড়ে। পাশাপাশি এই ঘটনার পর অসুস্থ হয়ে পরেন বাবুশান। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় বর্তমানে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা।
বাবুশান ও প্রাক্রুতির উৎকল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে ধরতে তাদের পিছু নেয় অভিনেত্রী স্ত্রী। রাস্তায় তাদের গাড়ি থামিয়ে অভিনেত্রীকে গাড়ি থেকে টেনে বার করে আনেন ক্রুপ্তি। এরপরই অভিনেত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি, মারধর করেন প্রাক্রুতিকে।
এই ঘটনায় অভিনেতা স্ত্রীর সঙ্গে ছিলেন তার বাবা ও কয়েক জন দুষ্কৃতীও। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে বাবুশান জানান, ' প্রাক্রুতির সঙ্গে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, প্রাক্রুতির সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি আমি। এই ঘটনার পর আমি কোন অভিনেত্রীর সঙ্গেই কাজ করব না।'
পাশাপাশি তার স্ত্রী ও শ্বশুরের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তার স্ত্রী এমন আচরণ করবেন তা ভাবতেও পারেননি বলেও জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ওড়িশার ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রাক্রুতি। বলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস'-এর ১৬ তম সিজনেও অংশগ্রহণ করতে চলেছেন প্রাক্রুতি এমন খবরও এসেছে সামনে।
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি
চলতি বছর পাঠান আর জওয়ান দিয়ে খেল দেখিয়েছেন কিং খান, এবার পালা ডাঙ্কির
এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তার ছাত্ররা এসে পারফর্ম করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন কিং খান
ছবি প্রকাশ্যে আসার পর নতুন জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামী কিছু তারকারা এবং রাজনীতিবিদরা
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন