নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - অভিনেতা বাবুসান মোহান্তির সঙ্গে অভিনেত্রী প্রাক্রুতি মিশ্রর প্রেমের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই অনুরাগী মহলে অন্যতম চর্চিত বিষয়। তবে সম্প্রতি বাবুশান ও প্রাক্রুতির একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে অভিনেতার স্ত্রী ক্রুপ্তির সঙ্গে রাস্তায় বচসায় জড়াতে দেখা পেয়েছে প্রাক্রুতিকে। ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়েছে গোটা নেট মাধ্যম জুড়ে। পাশাপাশি এই ঘটনার পর অসুস্থ হয়ে পরেন বাবুশান। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় বর্তমানে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা।
বাবুশান ও প্রাক্রুতির উৎকল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে ধরতে তাদের পিছু নেয় অভিনেত্রী স্ত্রী। রাস্তায় তাদের গাড়ি থামিয়ে অভিনেত্রীকে গাড়ি থেকে টেনে বার করে আনেন ক্রুপ্তি। এরপরই অভিনেত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি, মারধর করেন প্রাক্রুতিকে।
এই ঘটনায় অভিনেতা স্ত্রীর সঙ্গে ছিলেন তার বাবা ও কয়েক জন দুষ্কৃতীও। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে বাবুশান জানান, ' প্রাক্রুতির সঙ্গে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, প্রাক্রুতির সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি আমি। এই ঘটনার পর আমি কোন অভিনেত্রীর সঙ্গেই কাজ করব না।'
পাশাপাশি তার স্ত্রী ও শ্বশুরের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তার স্ত্রী এমন আচরণ করবেন তা ভাবতেও পারেননি বলেও জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ওড়িশার ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রাক্রুতি। বলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস'-এর ১৬ তম সিজনেও অংশগ্রহণ করতে চলেছেন প্রাক্রুতি এমন খবরও এসেছে সামনে।
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়
পুষ্পা টুর টিমের সদস্যরা যে বাসে ছিলেন সেটিকে ধাক্কা মারে অপর একটি বাস , আহত ২
আজকের দিনের কলকাতার বুকে গুরুদাস কলেজে অনুষ্ঠান করতে এসে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলো কেকে
এসব না লিখলে পিসি আর বাবা বকবে যে , ঋদ্ধিকে পাল্টা কটাক্ষ নেটিজেনদের
লোকজন ভাবেন দেশের সব মদ আমিই খাই , বাকিরা ধোয়া তুলসীপাতা , তীব্র ক্ষোভ প্রকাশ পরীর
পুজো উপলক্ষ্যে প্রত্যেকটি ঘাটে মোতায়েন পুলিশ বাহিনী
করোনাকালীন সময়ের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ করা হয় মূল নাটকের মধ্যে দিয়ে
ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর থেকে গরু ফেরৎ নিয়ে আসলো বিএসএফ
বুদ্ধিমত্তার সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে , মোদিকে তুলধোনা নাসিরের
ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে , নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ ঋত্বিকের
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব