নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বাড়ির ভিত খুঁড়তে গিয়ে উদ্ধার হলো একটি প্রস্তরখন্ড। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে লক্ষ্মীপাড়ায়। প্রস্তরখন্ড পাওয়া মাত্র প্রস্তরখন্ডটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা এবং সেটিকে গ্রামবাসীরা শিবমূর্তি রূপে পুজো করতে শুরু করে। ঘটনার দিন শিবমূর্তিটিকে গ্রামবাসীরা একটি বট গাছের নিচে রেখে দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে নাদনঘাট থানার অন্তর্গত লক্ষ্মীপাড়া নামের একটি এলাকায় একটি প্রস্তর খন্ড উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষের বাড়ির ভিত খুঁড়তে গিয়ে এমন ঘটনা ঘটে। প্রস্তর খন্ডটিকে দেখা মাত্র বাড়ির মালিক শ্যামল ঘোষের বাড়ির লোক সেটিকে শিবমূর্তি বলে সম্বোধন করেন। পরে খবর আশেপাশের গ্রামবাসীরা সেটিকে দেখতে জমায়েত করেন।সোমবার দিন সকালে, প্রস্তরখন্ড টিকে শিবমূর্তি ভেবে গ্রামবাসীদের তরফ থেকে সেই এলাকার একটি বট গাছের নিচে রেখে দেওয়া হয়। পরে তারা সেটিকে নিয়ে পূজা অর্চনা করতে থাকেন।
বাড়ির মালিক শ্যামল ঘোষ জানান, মিস্ত্রিরা যখন ভিত খুঁড়ছিলেন তিনি তখন পাশেই দাড়িয়ে ছিলেন। মিস্ত্রিরা মাত্রই খুঁড়তে খুঁড়তে প্রস্তর খন্ডটিতে কোপ লাগলে হঠাৎ জানায় সেখানে একটি ইটের টুকরো আছে সেইটা তুলতে হবে। পরে দেখেন সেটি একটি ঠাকুরের মূর্তি। সবার কথাতে তিনি স্নান সেরে সেটিকে পুজো করে প্রতিষ্ঠা করেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।