নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - ভোট আবহে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। তবে দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভোট মিটে যাওয়ার পরও কমেনি দুষ্কৃতীদের হামলা-হুমকি। সোনারপুর উত্তর বিধানসভার এলাকায় তৃণমূল কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
সোনারপুরের খেয়াদহ অঞ্চলের চামুরহাট এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের সাথে সাথে মহিলাদের মারধর ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, ঘরবাড়ি, বাইক ভাঙচুর করার সাথে সাথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, "বাড়িতে ঢুকে রেপ করে দেব, বাচ্চাকে আছাড় মারব।" ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হওয়ায়, কোলের সন্তান নিয়ে এক গৃহবধূ শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন।
অভিযোগ অস্বীকার করে বিজেপির সভাপতি তরুণ অধিকারী পাল্টা অভিযোগ, সোনারপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালানোর পাশাপাশি, তৃণমূল শিবির নির্বাচনের দিন ভোট দিতে যেতে বাধা প্রদান করেছিল।
ঘটনার প্রেক্ষিতে জোড়াফুল এবং পদ্ম শিবির নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রবিবার রাতে অভিযোগ দায়ের করার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। এলাকাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।