নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা – সুন্দরবনের ঝড়খালির চিড়িয়াখানায় থাকা বাঘদের এবার দেখাশোনার দায়িত্ব নিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের দিন ঝড়খালিতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন দফতরের হাতে দেখাশুনার জন্য সেই বরাদ্দ অর্থ তা তুলে দেন স্টেট স্টেট অফ ইন্ডিয়া। অপরদিকে সুন্দরবনের সজনেখালিতে ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন সুন্দরবনের বাঘ সংরক্ষণে বেশ কয়েক বছর যাবত অনন্য নজির গড়ার জন্য ওই কর্মীকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে তিনটি বাঘ আছে। যে বাঘ গুলি সুন্দরবনের জঙ্গলে থাকাকালীন অবস্থাতে কোন না কোনভাবে অসুস্থ হয়ে পরে। তারপরেই চিকিৎসার পর রেখে দেওয়া হয় ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু এই বাঘদের প্রতিদিন রক্ষণাবেক্ষণ এবং খাবারের জন্য একটি মোটা টাকা খরচ করতে হয় কেন্দ্রকে। যে টাকার বেশির ভাগটাই আসে পর্যটকদের থেকে।
ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে যে সমস্ত পর্যটকরা আসেন তারা বাঘ দেখার জন্য যে টাকা দেন তা দিয়েই বাঘের রক্ষণাবেক্ষণ ভরণপোষণ চলে। এবার সেই সমস্ত বাঘদেরকে দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য বছরের দু লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা এদিন বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। যা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের এক অভিনব উদ্যোগ।
অন্যদিকে ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সুন্দরবনের সজনেখালিতে। সেখানে বাঘ সংরক্ষণের কাজে যুক্ত থাকা বিভিন্ন বেসরকারি সংগঠন অংশগ্রহণ করেন। প্রহ্লাদ মন্ডল অরণ্য সহায়ক কর্মী হিসাবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে কাজ করেন বেশ কয়েক বছর। বর্তমানে বসিরহাট রেঞ্জ অফিসে কর্মরত আছেন তিনি। সুন্দরবনের বাঘ সংরক্ষণে বেশ কয়েক বছর যাবত অনন্য নজির গড়ার জন্য ওই কর্মীকে বিশেষভাবে সম্মানিত করার জন্য মনোনীত করে সুন্দরবন টাইগার প্রজেক্ট। এদিন জিম করবেট কর্তৃপক্ষ তার হাতে পুরস্কার তুলে দেন।
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন