নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিশ্বকাপের প্রথম ম্যাচেই কিস্তিমাত। বাংলাদেশের ঝড়ে উড়ে গেল আফগানিস্তান। এদিন ৫০ ওভার শেষ হবার আগেই জয়ের হাসি হাসে বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। মেহেদি হাসান ও নাজমুল হোসেন শান্তের অর্ধশত রান বাংলাদেশের জয়ের পথকে আরও সহজ করে দেয়।
এদিন টসে জিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ফিল্ডিংয়ে নামে। শাকিব আল হাসানের স্পিন জাদুতে তিন আফগানিস্তান ব্যাটার নুইয়ে পড়েন। তবে আফগানিস্তানের রাহমানিল্লাহ গুরবাজ ছাড়া কেউই তেমন বিশেষ রান করতে পারেননি। গুরবাজ ৬২ বলে ৪৭ রান করেন। বাকিরাও বাংলাদেশের বলে কুপোকাত। শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ১৫৬ রান করে আফগানিস্তান। এতেই শেষ হয় আফগানিস্তানের ব্যাটিংয়ে দৌড়। আর এই রান বাংলাদেশ ৩৪.৪ ওভারেই তুলে নেয়। ৯২ বল বাকি থাকতেই এদিনের ম্যাচ শেষ হয়।
স্কোরকার্ড -
আফগানিস্তান - ১৫৬ (৩৭.২)
বাংলাদেশ - ১৫৮/৪ (৩৪.৪)