নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ততম রাস্তায় বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের ওভারটেক করার লড়াই। যার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী মিনিবাস সহ বাইকটিও। এই ঘটনাটি ঘটেছে মেয়ো রোডে। রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উলটে গেল মিনিবাস, সেই সঙ্গে বাইকটিও ভেঙে চুরে গিয়েছে।এদিকে বাসের মধ্যেই আটকে পরেন যাত্রীরা। যার ফলে একাধিক যাত্রী আহত হয়েছে, জানলা ভেঙে দিয়ে এক এক করে যাত্রীদের বের করছেন পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরেছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মিনি বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি বেশ জোরে চালাচ্ছিলেন চালক। মেয়ো রোডে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় মিনি বাসটি। বাসটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর শুরু হয় উদ্ধারকাজ। তড়িঘড়ি বাসের পিছনের দরজার কাঁচ ভেঙে যাত্রীদের একে একে বাইরে বের করা হয়।
এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল।প্রাথমিকভাবে ক্রেন দিয়ে বাসটিকে তোলার পর বাসটিকে সরিয়ে ফেলা হয়। সমস্ত যাত্রীকেই বাস থেকে বের করে আনা হয়।যদিও এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।
এই বিষয়ে এক বয়স্ক যাত্রী বলেন, সিনিয়র সিটিজেনের জন্যে বরাদ্দ সিটে বসেছিলাম। আচমকাই উলটে গেল বাসটি। একেবারে ছিটকে পরেছি, পায়ে প্রচন্ড লেগেছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারনা, এক বাইক চালকে বাঁচাতে গিয়ে বাসটি সম্ভবত উলটে গিয়েছিল।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক