নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। তৃণমূলে নবজোয়ার যাত্রায় এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। পঞ্চায়েতের প্রার্থী বাছাই ঘিরে ফের সামনে এল শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়।
এ নিয়ে প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তার ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। এই নিয়ে শাসকদলের জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামালপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বলেছিলেন, 'দলে অনেক গোষ্ঠী, উপদল থাকতে পারে কারণ দল বড় হয়েছে। কিন্তু বুথ সভাপতিরা যাকে প্রার্থী করবে তাকে হারানোর ক্ষমতা কারও নেই।'
এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, 'এটা তৃণমূলের হড়পা বান। যেখানেই উনি যাচ্ছেন, সেখানেই তৃণমূলের লড়াই সামনে আসছে। যাদেরকে সিপিএম নির্বাচনের সময় গুন্ডামির কাজে ব্যবহার করত, তাদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। একটা জায়গাতেও নির্বাচন সঠিকভাবে করতে পারেননি। যাকে নিজের পার্টির নির্বাচনে পুলিশ ব্যবহার করতে হয়, তিনি গণনির্বাচন কীভাবে করবেন? এটা পঞ্চায়েত নির্বাচনের আগে মহড়া।
তবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা বেঠিক কথা। বলতে পারত বখরার ভাগাভাগিতে লড়াই চলছে। কে তৃণমূল কর্মী সেটা ওরা খুঁজে পাচ্ছে না। যারা পাচারকারী তারা তৃণমূল প্রার্থী ঠিক করার জন্য উঠেপরে লেগেছে।'
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের