নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - রবিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের পাশাপাশি দেশে তথা রাজ্যেও এই বিশেষ দিন উদযাপন করা হয়েছে। বালুরঘাট ও পাতিরামে সাড়ম্বরে পালন করা হয় বিশেষ দিন। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দুই জায়গায় উদযাপন করা হয় বিশেষ দিনটি।
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। বালুরঘাটে এই বিশেষ দিনে উদযাপনের জন্য আয়োজন করতে এগিয়ে আসে আতস, বালুরঘাট সাইকেল কমিউনিটি, দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশন সমিতি, উড়ান। বালুরঘাটে বিশেষ দিবসে উদযাপন করা হয় দুইদিন ধরে। রবিবার সকাল বেলা ছবি প্রদর্শনী করা হয়। প্রকৃতির বার্তা বাহী ছবি গুলো দেখতে, বেশ আগ্রহী দেখা যায় চিত্রশিল্পী আতসের নেপাল দাস, মিষ্টু দাস, রণ সহ অন্যান্য পথ চলতি ও কলা রসিকদের।
পাশাপাশি বিকেলবেলা সাইকেল নিয়ে গোটা এলাকা পরিদর্শন করে বালুরঘাট সাইকেল কমিউনিটির তুহিন শুভ্র মন্ডল, তুষার কান্তি দত্ত, অমল বসু, বিজন সরকার, সনাতন প্রামাণিক, অঞ্জন দাস, প্রসেনজিৎ দাস, কিংকর দাস, অরুণাভ, বান্টিরা একত্রিত হয়ে। এছাড়াও অন্য অনেক রকম কর্মকান্ড চলে। জুলিয়াস হাসান চৌধুরী ৩৩ কিলোমিটার সাইকেল চালিয়ে এসে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন বার্তা দেয়। সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় অন্তরা মুখার্জী ও ঋতুপর্ণা বসাক দাশগুপ্তকে।
অন্যদিকে পতিরাম এলাকায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় গাছ লাগানোর মাধ্যমে। এই গাছ লাগানোর চিন্তা ধারাকে মাথায় রেখে পালন করা হয় 'গাছ দত্তক' কর্মসূচি। এই অভিনব কর্মসূচির উদ্বোধন করে বালুরঘাট ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সমিক শিকদার মহাশয়।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক দেবেন রায়, শিক্ষক পার্থ চ্যাটার্জি, শিক্ষিকা কুহেলি সরকার ঘোষ, নাট্যকার সুচিন্ত্য ঘোষ, কনক মন্ডল, রিক গুহ ও অরুণাভ দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। এমনকি পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বালুরঘাট থেকে সাইকেল চালিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছে লেখক ও সাংবাদিক অরুনাভ দত্ত।
এই কর্মসূচির মাধ্যমে মোট ১১ জন দত্তক নিয়েছে। তারমধ্যে রয়েছে রিক গুহ (গাছের নাম- HELP WINGS), কুহেলি মন্ডল ঘোষ (গাছের নাম-সৌমি),
কনক মন্ডল (গাছের নাম-ভানুবৃক্ষ), বিশাল মালো (গাছের নাম-মোহিনী), রণজ রায় (গাছের নাম- রোহিণী), আমিনুর সর্দার (গাছের নাম-স্বপ্ন), বিশ্বজিৎ প্রামাণিক (গাছের নাম- ঊষারাণী), সুমন দাস (গাছের নাম-সুবলা), অমিতাভ মন্ডল (গাছের নাম-ক্রন্ধ), প্রলয় কুমার সূত্রধর (গাছের নাম- সংকল্প),অরুণাভ দত্ত (গাছের নাম-রাধে)।
আগামী ছয় মাস পর্যন্ত এই গাছ বাঁচাতে পারলে পরবর্তীতে তাদের সম্বর্ধনা জানানো হবে। পাশাপাশি এই সময়সীমার মধ্যে প্রত্যেক শনিবার গাছের বৃদ্ধির বিষয়ে ফেসবুক পেজে গাছের ছবি তুলে পোস্ট করতে হবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।