বানারহাটের চা বাগানে ৩৫ টি বুনো হাতির তান্ডব

নভেম্বর ২৭, ২০২২ বিকাল ০৭:৩০ IST
63834a3677f9c_IMG_20221127_165735

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - চা বাগানে ঢুকে পরল একপাল বুনো হাতির দল। হাতির দলে বেশ কয়েকটি শাবকসহ মোট ৩৫টি হাতি ছিল। গতকাল রাত থেকে সেই হাতির দলটি বস্তিতে ঢুকেছিল, তবে সকালের দিকে জঙ্গলে ফেরার সময় সূর্যের আলো ফুটে ওঠায় চা বাগানের মাঝে দাঁড়িয়ে পরে হাতির দল। কার্যত সমগ্র এলাকায় এক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত শনিবার গভীর রাতে হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে মোগলকাটা বস্তিতে ঢুকে পরে ,সেখানে ধানখেতে রাতভর তোলপাড় চালায়।এরপরই আজ রবিবার শ্রমিকরা ঘুম থেকে উঠে কাজে যোগ দিতে যাওয়ার সময় তারা দেখতে পান, বাগানে প্রায় ৩৫টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পরেন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানানো হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা।

যদিও হাতির দলটি এখনও চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো শ্রমিক মহল্লায়, আবার কখনো ধান খেতে ঢুকে পরছে। বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভিডিয়ো

Kitchen accessories online