ঋণের নামে বান্ধবীদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ , গ্রেফতার সেনাকর্মীর স্ত্রী

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১২:৩৬ IST
65166bf0ecc4b_InShot_20230929_114224718

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বান্ধবী হয়ে বান্ধবীর থেকেই টাকা আত্মসাৎ! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকায়। বিশ্বাস অর্জন করে বান্ধবীদের থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এক মহিলা। যে মহিলার নামে অভিযোগ উঠে এসেছে সেই মহিলা এক সেনাকর্মীর স্ত্রীর। অভিযুক্ত মহিলার নাম হেমকুমারী তামাংকে। বিষয়টি জানার পর তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলারা।

সূত্রের খবর , যাদের কাছ থেকে টাকা ঋণ করার নাম করে অর্থ আত্মসাত করেছেন তারাও সেনা কর্মীদের স্ত্রী। ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত সেনাকর্মীর স্ত্রী। এমনকি আশ্বাসও দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই সেই টাকা ফিরিয়ে দেবেন। সেনা কর্মীর স্ত্রী এবং তাদের বান্ধবী হওয়ায় বিশ্বাস করেই টাকা দিয়েছিলেন তাকে। তবে টাকা নেবার পর থেকেই অনেকদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মোট ১২লাখ ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি।

তারপরই বাকি মহিলাদের মধ্যে খবরটি জানাজানি হয়। তখনি প্রতারিতরা সকল মহিলারা মিলে তার বিরুদ্ধে বাগডোগরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে অভিযুক্ত মহিলা নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

প্রতারিত মহিলারা জানিয়েছেন,"বাড়ি বানানো এবং নতুন দোকান করার নাম করে আমাদের থেকে টাকা ধার নিয়েছিলেন আমাদের ওই বান্ধবী। এও বলেছিলেন সেই টাকা কিছুদিনের মধ্যেও ফিরিয়ে দেবেন। আমরা পাশাপাশিই থাকি। কিন্তু আজ ২ মাস হতে যায় সে ঘরে নেই। বার বার ফোন করা হয়েছিল ফোনে ধরেনি। এমন করবে কখনো ভাবিনি। কাল নিজেই থানায় এসে জানিয়েছে টাকা দিয়ে দেবে। তবে কবে দেবে তা কিছু জানায়নি। যদি না দেয় আমরা পরবর্তী স্টেপ নেব। আমাদের একটাই কথা যেনো আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দিক। টাকা যত তাড়াতাড়ি ফেরত পাবো ততই ভালো"।

ভিডিয়ো

Kitchen accessories online