নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - গ্রামের প্রবেশ পথের বেহাল পরিস্থিতি। রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনকে বার বার অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে শেষমেশ বিক্ষোভে শামিল হয় স্থানীয়রা। আজ সকালে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া ১ নম্বর ব্লকের কাটোয়া শহর লাগোয়া বান্দরা গ্রামের পিছনে অজয় নদ। ওই নদের বালির ঘাট থেকে বালি তুলে প্রত্যেকদিন কয়েকশোর বেশী ট্রাক্টর যাতয়াত করে এই রাস্তা দিয়ে। গাড়ির মালিকেরা সরকারি নির্দেশের বাহানা দিয়ে গাড়ি ওভারলোডিং করে রাস্তা পার হতো। কার্যত সেই কারণেই রাস্তার এমন অবস্থা।
বালির গাড়ি যাওয়ার ফলে গাড়ি থেকে জল ও বালি পড়ায় রাস্তার বাজে অবস্থা, যার জেরে নাজেহাল গ্রামবাসীরা। এর ফলে প্রতিনিহত দুর্ঘটনাও ঘটতে থাকে সেই রাস্তায়। ঘটনার জেরে জলকাদার মধ্যে দিয়ে যেতে, প্রতিনিয়ত মহিলা ও শিশুদের হয়রানির শিকার হতে হয়। গ্রামবাসীদের এসব অসুবিধার কথা বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় শেষঅবধি তারা পথ অবরোধ করতে বাধ্য হয়।
ঘন্টাখানেক পথ অবরোধ করার পর ওই পথে যে যে বালির গাড়ি যায়, সেই গাড়ির মালিকেরা এসে আশ্বাস দেন যে শীঘ্রই তারা রাস্তা পরিষ্কার করে দেবেন। এই প্রতিশ্রুতির পরেই তারা পথ অবরোধ তুলে নেন। এবং সেইসঙ্গে তারা জানান, রাস্তা পরিষ্কার না হলে তারা আবারও পথ অবরোধ করবে।
মানু রায়চৌধুরী নামের এক মহিলা জানান, বিগত ১ বছর ধরে তারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা পঞ্চায়েতকে জানানোর পরও তারা পঞ্চায়েত কোনও রকম ব্যবস্থা নেননি। রাস্তা খারাপ হওয়ার জন্য তাদের পরিবারের বয়স্ক এবং শিশুরা বাড়ি থেকে বেরোতে পারছেন না। এই সমস্ত অসুবিধার জন্য তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। তাদের দাবি রাস্তাঠিক ঠিক করে যা খুশি করুক সবাই।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড