নিজস্ব প্রতিনিধি, হুগলী – সোমবার চতুর্থ দফার নির্বাচনের প্রচারে হুগলীর চুঁচুড়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।
এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপি-কে নিশানা করে বলেন, “২০১৬ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছি যে সব, ডানলপ খুলে দাও। কেন্দ্র সরকার দিচ্ছে না। মালিক গিয়ে বিজেপি হয় গেছে। তাই বিজেপি কোনো পদক্ষেপ করছে না। আমরা হাজার বার বলেছি শুধু অনুমতি দাও বাকিটা আমরা করে নেব। কিন্তু কেন্দ্রীয় সরকার কানেও দেখে না চোখেও শোনে না অর্থাৎ কথা কানে তোলার প্রয়োজন মনে করে না।”