নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশের অর্থনৈতিক তুলনা দিয়ে কটাক্ষের খোঁচা পাকিস্তানকে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বলেন, পাকিস্তানের বিবেচনা করা উচিত আর ভারতের প্রতিবেশী বাংলাদেশ থেকে অনেক কিছু শেখা উচিত।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। রাজনাথ সিং বলেন, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে আধুনিকীকরণ, মধ্যপন্থা আর ধর্মনিরপেক্ষতার পথ নিয়েছে। তিনি বলেন, "বাংলাদেশ যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন করেছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।" তখনই তিনি পাকিস্তানকে খোঁচা মেরে বলেন, পাকিস্তানের বাংলাদেশের থেকে কিছু শেখা উচিত।
এদিন তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে এসে পাকিস্তানের নাম না নিয়ে বলে আমাদের প্রতিবেশী একটি দেশ আজীবন ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতার সঙ্গে লড়াই করছে। দেশটি নিজেই দারিদ্র্য, বেকারত্ব এবং সন্ত্রাসবাদের সাথে লড়াই করছে জার জেরে ভারতকেও হয়রানির মুখোমুখি হতে হয়। সেই দেশকে নিজেদের অবস্থা বুঝতে হবে আর বাংলাদেশের থেকে অনেক কিছু শিখতে হবে,”। রাজনাথ সিং পাকিস্তানের নাম না করলেও, তার কটাক্ষের এই মন্তব্য স্পষ্টতই পশ্চিমের এই প্রতিবেশীর দিকেই তুলেছেন বলে জানা গিয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।