নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২০২২ সালের ২২শে জানুয়ারি চন্দননগর পৌরসভা ভোট। ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দল, ভোটের প্রচার শুরু করেছে। প্রচার ময়দানে আজ সকালে ঝড় তুলেছেন তৃণমূল নেতা মদন মিত্রও। কামারহাটিতে ভোটের প্রচার করে, প্রতিটি বাড়িতে দেওয়াল লিখন কর্মসূচি চালানো হয়। প্রচারের সময় উপস্থিত ছিলেন গোপাল সাহা, টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সহ তৃণমূলের সর্মথকরা।
মদন মিত্র বলেন, ‘আজ থেকে আমাদের যাত্রা শুরু। কামারহাটিতে আমরা দেরি করতে পারিনা। আজ কামারহাটির সকল নেতৃত্ব হাজির হয়েছেন। কারণ আমরা চাই বাংলার মঙ্গল শঙ্খ কামারহাটি থেকে বেজে উঠুক। আমরা করব জয়। মানুষের হবে জয়। মমতার হবে জয় নিশ্চয়। তাই আমরা বলতে চাই এখন আর দেরি নয়'।
কামারহাটির বিধায়ক জানিয়েছেন, "ধরোগো তোরা হাতে হাত ধরো, আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ", দেওয়াল লিখন দিয়ে শুরু করে আমরা অঙ্গিকার বদ্ধ হলাম। কামারহাটিকে আমরা এমন ভাবে তৈরি করব, যাতে গোটা পশ্চিমবঙ্গ বলবে এর থেকে ভালো পৌরসভা আর হয় না'।
তিনি আরও বলেন, ‘ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে প্রতিটি বুথের এজেন্ট নির্ধারিত হয়ে গেছে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট। যদি কাল নির্বাচন হয়, তবে কাল বিকেলের মধ্যেই আমরা তা সম্পন্ন করতে পারব। জনসংযোগ করাই আমাদের কাজ। আমরা জনসংযোগ করতে এসেছি’।
রাজ্যপালকে কটাক্ষ করে মদন মিত্র জানিয়েছেন, 'আমরা মোটা রাজা ধনকড়ের মতো নই। আমারা রাজভবনে বসে নেই। আমারা সাধারন মানুষ। আজ বিজেপির টিটকিরি বা ধনখড়ের ট্যুইট নয়। তৃণমূলকে অকথ্য ভাষায় গালাগাল করে, ভয় দেখিয়ে, টাকা আটকে দিয়ে কোনো লাভ হবে না। রাজ্যপাল গঙ্গাসাগর নিয়ে ট্যুইট করেছেন, আমি বলছি সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার'।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড