নিজস্ব প্রতিনিধি , নদীয়া – বাংলার ঐতিহ্য ও মর্যাদা সুরধুনী নদীকে রক্ষা করার জন্য এবার চিঠি যাচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশের প্রধান বিচারপতির কাছে। শ্রীঅদ্বৈত এবং শ্রীচৈতন্য মহাপ্রভূর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সুরধুনী নদী আজ মৃতপ্রায় অবস্থায়৷ সরকারী উদাসীনতার সুযোগে শান্তিপুরের বাবলা বাইপাস অঞ্চলে একটি কারখানার মালিক নদী ভরাট করে অবৈধ নির্মান করছেন বলে অভিযোগ পরিবেশ ভাবনা মঞ্চের। এই অবৈধ নির্মানের বিরূদ্ধে আন্দোলনও চালানো হয়েছে পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে। ইতিমধ্যে নদী বাঁচাতে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পদযাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে৷
সূত্রের খবর, পরিবেশ ভাবনা মঞ্চ এবং পরিবেশকর্মী অসিত সাহার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী , রাজ্যপাল ও সেচ দফতর সহ বিভিন্ন দফতর চিঠি দিয়ে নদীর পুনরুজ্জীবনের দাবী জানানো হয়েছে৷ ১৪ কিলোমিটার নদীর মধ্যে ৩ কিলোমিটার সংস্কার করার জন্য ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷
কিন্তু সে কাজ এখনও শুরু হয়নি। পাশাপাশি ১৪ কিলোমিটার নদীর ৩ কিলোমিটার সংস্কার হলেও নদী পুনরুজ্জীবিত হবে না। তাই এবার নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবীতে এবারে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি, জলসম্পদ উন্নয়ন মন্ত্রক সহ মোট ১৮টি দফতরে চিঠি পাঠানো হচ্ছে বলে জানা গেছে৷ সেই চিঠির অনুলিপি রানাঘাটের সাংসদ, শান্তিপুরের বিধায়ক, পৌরপতি, থানা সহ বিভিন্ন দফতরে দেওয়া হবে বলেও পরিবেশকর্মীরা জানিয়েছেন৷
পরিবেশ ভাবনা মঞ্চের সভাপতি সুব্রত বিশ্বাস জানিয়েছেন, "সুরধুনী নদীকে আগ্রাসন মুক্ত করে পুনরুদ্ধারের দাবী জানাচ্ছি৷ শ্রীঅদ্বৈত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত নদীটির সংস্কার হলে শান্তিপুরের গঙ্গা ভাঙনের প্রবনতা কমবে, মৎস্যজীবিদের সুদীন ফিরবে, এলাকার অর্থনীতি সচল হবে৷ মিষ্টি জলের সম্ভার সুরক্ষিত হবে৷ সুরধুনী নদী বাঁচাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন৷ সেই অর্থ একমাত্র কেন্দ্রীয় সরকারই দিতে পারে৷ তাই কেন্দ্রীয় সরকার যাতে সুরধুনীর স্বাভাবিক প্রভাব ফিরিয়ে দিতে উদ্যোগী হয় সেজন্যই আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় তারা চিঠি দিচ্ছি৷"
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর