নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বাজ পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এবার এই বাজ পড়ে বলি বেশ কয়েকজন। গত কয়েকদিন ধরে একটানা ভ্যাপসা গরমের পর রবিবার বিকেল থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জেরে মৃত্যু হয় তিন জনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিভিন্ন যায়গায়।
সূত্রের খবর , বাঁকুড়ার ছাতনা থানার পাতাবড় গ্রামের বাসিন্দা মীরা বাউরী, বয়স ৬১। রবিবার পাতাবড় গ্রাম সংলগ্ন মাঠে বিকেলে গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে আচমকাই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। এবং তখনই বাজ পড়ার কারণে মৃত্যু হয় তাঁর। অপরদিকে ওই ছাতনা থানার ছাঁচনপুর গ্রামে এই বাজ পড়ে মৃত্যু হয় আর একজনের। ছাতনা থানার ছাঁচনপুর গ্রামের বাসিন্দা সাগেন মুর্মু, বয়স ২০। রবিবার বিকালে বৃষ্টির সময়ে ছাঁচনপুর গ্রামের নদী ঘাটে মাছ ধরছিল। সেই সময়ে বাজ পড়ে মৃত্যু হয়। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাশাপাশি রবিবার বিকেলে বাঁকুড়া জেলার শালতোড়া থানাতেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মৃতার নাম শুকুরমনি সোরেন, বয়স ২৭। মাঠে অন্য তিনজনের সঙ্গে ধান রোপনের কাজ করছিল। সেই সময়ে শুকুরমনি সহ চারজনই বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শুকুরমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে