নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বর্ষাকাল আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর দাপট শুরু হয়েছে। চলতি বছরে এখনো পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ২৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২৭ জনের। এরমধ্যেই উত্তর ২৪ পরগণা , নদীয়ার মতো এবার বাঁকুড়াতেও মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু।
সূত্রের খবর , বাঁকুড়াতে ইতিমধ্যেই ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ড মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫১ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে ৭ এবং ১৯ নম্বর ওয়ার্ডে। পুরসভার সদস্যরা এই দুটি ওয়ার্ডে ভালো করে নজরদারি করছে। পরিস্থিতি সামলাতে পুরসভা নিকাশি ব্যবস্থা চালু করেছে।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দত্ত জানিয়েছেন," ৭ নম্বর ওয়ার্ডটি একটি বসতি এলাকা। বৃষ্টি হয়ে জল জমে থাকছে দিনের পর দিন। জল নিকাশি ব্যবস্থা না থাকায় জলের মধ্যে মশা বাড়ছে। সেই জন্যই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে"।
বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার জানিয়েছেন,"আমাদের স্বাস্থ্য কর্মীরা ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে। জল পরিষ্কার করার কোন ফান্ড নেই আমাদের কাছে। তাও আমরা আগে অনেকবার করে দিয়েছি। কিন্তু জল জমে থাকলে আমরা পরিস্কার করে দেবো"।
এরইমাঝে কিছুদিন আগে কলকাতার এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল। গত শুক্রবার ভোরে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। শহরের এক বেসরকারি হাসপাতালে সিসিইউতে রেখে চিকিৎসা চলছিল চিকিৎসকের। মাত্র ২৮ বছর বয়েসে মারা যান তিনি।
অন্যদিকে হাওড়া শহরেও বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সংক্রমণ। হাওড়া পুরসভা সূত্রে খবর , জানুয়ারি মাস থেকে আগস্ট মাস অবদি প্রায় ১৩৮ জন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বর মাসেই ৫০টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪৮ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে ৪, ২৩ ও ৩৯ নম্বর ওয়ার্ডে।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর